হাতে সময় ২ বছর! হয়ে যাবেন মালামাল! মহিলাদের জন্য এই বিশেষ স্কিম আনল সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মানুষের কথা ভেবে মাঝেমধ্যেই সরকারের তরফে নিয়ে আসা হয় বিভিন্ন প্রকল্প। এই প্রকল্পগুলির (Scheme) অনেকগুলি আবার বিশেষভাবে মহিলাদের জন্য সাজানো হয়েছে। আজ আমরা এমন একটি স্কিম (Scheme) সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে মাত্র ২ বছরে আপনার হাতে আসবে মোটা রিটার্ন।

এই স্কিমেই (Scheme) কপাল খুলবে মহিলাদের

কেন্দ্রীয় সরকার ২০২৩ সালে লঞ্চ করে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম (Mahila Samman Saving Certificate Scheme)। এই স্কিমের মেয়াদ ২ বছর। অল্প সময়ে মোটা লাভ দেওয়ার কারণে এটি পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হয়ে উঠেছে। এই স্কিমে বর্তমানে ৭.৫% হারে সুদ প্রদান করা হয় বিনিয়োগকারীদের।

government scheme

২ বছর মেয়াদী এই স্কিমে (Scheme) সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমে থাকে কর ছাড়ের সুবিধা, অর্থাৎ এই প্রকল্পে বিনিয়োগ করে যে সুদ অর্জন করবেন, তার উপর কর প্রদান করতে হবে না। সবথেকে বড় কথা ১০ বছর বা তার কম বয়সীরাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

আরোও পড়ুন : হঠাৎ বদল! ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’? চূড়ান্ত সতর্কতা জারি করে জানাল আবহাওয়া দপ্তর

২ বছরের জন্য মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমে (Mahila Samman Saving Certificate Scheme) সর্বোচ্চ কেউ যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদ হিসাবে পাবেন ৩২০৪৪ টাকা। ২ বছরের শেষে ম্যাচুরিটির পর সুদ সহ বিনিয়োগকারী পাবেন ২৩২০৪৪ টাকা। সব মিলিয়ে বলা যায়, লাভের মুখ দেখতে পারবেন মহিলারা।

আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড প্রয়োজন হয় মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমে অ্যাকাউন্ট খুলতে। আপনার নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন এই সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য। বিনিয়োগকারীর মৃত্যু হলে বা গুরুতর রোগে আক্রান্ত হলে ম্যাচুরিটির আগে টাকা তোলা যেতে পারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X