বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) অঙ্গীকার মেনেই নদিয়া জেলা কমিটিতে দলের পরিবর্তন করা হল। কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এবার হলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি। বদলে গেলে আরও অনেক সদস্যদের পদও।
নদীয়ায় পরিবর্তন
আসন্ন নির্বাচনের নিজের কর্তৃত্ব কায়েম রাখতে বদ্ধ পরিকর বঙ্গ তৃণমূল। মুখ্যমন্ত্রী একুশের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন, দলে আরও নতুন মুখ নিয়ে আসা হবে। সেইমতই বদল ঘটল দলে। তবে মহুয়া মৈত্রের এই নতুন পদ লাভে দলের একাংশের মনের মধ্যেই দানা বেঁধেছে নানা প্রশ্নের। সেই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে শংকর সিংহের বার্ধক্যের কারণেই হয়ত এই সিদ্ধান্ত গ্রহণ।
নদীয়ার দায়িত্বে মহুয়া
জেলা তৃণমূল কংগ্রেস কমিটিকে লোকসভা ভোটের পর থেকেই দুটি ভাগে বিভক্ত করে দিয়েছিল রাজ্য নেতৃত্ব। একটি ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবং অপরটি রানাঘাট লোকসভা কেন্দ্র। নদিয়া উত্তর এবং দক্ষিণ হিসেবে পরিচিত ছিল এই দুই অংশ। প্রথমে নদিয়া উত্তরের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মহুয়া মৈত্র এবং অপরদিকে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন শংকর সিংহ। কিন্তু সম্প্রতি দুই জায়গায় পৃথক পৃথক সভাপরিত বদলে একজনের উপরই সমত দায়িত্ব তুলে দেওয়া হয়। অর্থাৎ মহুয়া মৈত্রকেই সম্পূর্ণ নদীয়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বহাল করা হয়।
অন্যান্য পদের সদস্যরা
সেইসঙ্গে নদিয়া জেলার চেয়ারম্যান পদে বহাল হলেন স্থানীয় বিধায়ক তথা উজ্জ্বল বিশ্বাস। পাশাপাশি রানাঘাট দক্ষিণের যুব সভাপতি পদে আসীন হলেন প্রসেনজিৎ মণ্ডল এবং উত্তরের যুব সভাপতি পদের দায়িত্ব পেলেন জয়ন্ত সাহা। নাসিরুদ্দিন আহম্মেদ, দীপক বসু এবং আবিররঞ্জন বিশ্বাসকে নদিয়া জেলাযর তিন কো-অর্ডিনেটর পদে বহাল করা হল।