পোস্ট হচ্ছে একের পর এক জুতোর বিজ্ঞাপন, হ্যাক হল মহুয়া মৈত্রের ট্যুইটার অ্যাকাউন্ট

বাংলাহান্ট ডেস্ক : সাইবার হামলার শিকার সাংসদ মহুয়া মৈত্র। হ্যাক করা হল তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর এদিন তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। কিন্তু ভেরিফায়েড অ্যাকাউন্ট হওয়া সত্ত্বেও কিভাবে হ্যাক হল সেটি তা নিয়েই উঠছে প্রশ্ন।

শনিবারই হ্যাক করা হয় করিমপুরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টটি। অ্যাকাউন্টটি থেকে শনিবার মধ্যরাত অবধি শেয়ার হতে থাকে একের পর এক জুতোর বিজ্ঞাপন। আর তা দেখেই সন্দেহ হয় তাঁর। বিষয়টি জানতে পেরে ট্যুইটারেরই দ্বারস্থ হন তিনি।

mahua 1 1

এরপর একটি ট্যুইট করে মহুয়া জানান যে তাঁর অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের কাজ চলছে। সেই ট্যুইটে তিনি লেখেন, ”একটি প্রতারণামূলক সাইবার হামলায় আমার ট্যুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। ট্যুইটার আমার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করছে। ততক্ষণ অবধি আমার অ্যাকাউন্টটি বন্ধ থাকবে। ধন্যবাদ।’

প্রসঙ্গত উল্লেখ্য, নেতানেত্রীদের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা এই প্রথম নয়, দিন কয়েক আগেই হ্যাক করা হয় যোগী আদিত্যনাথের দপ্তরের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। হ্যাক করার পর সেখান থেকে পোস্ট করা হয় একাধিক অ্যানিমেটেড ভিডিও, ছবি। পালটে ফেলা হয় প্রোফাইল পিকচারও। অন্যদিকে মাত্র কয়েকদিন আগেই হ্যাক হয় নরেন্দ্র মোদীর স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টও। স্বভাবতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার অ্যাকাউন্টটিও ছিল ব্লুটিক যুক্ত। পরে অবশ্য উদ্ধার করা হয় অ্যাকাউন্টটি।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর