সময় পেরিয়ে গেলেও দখল করে আছেন সরকারি বাংলো! এবার মহুয়া মৈত্রর বিরুদ্ধে কড়া অ্যাকশন

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে আরও বিপাকে মহুয়া (Mahua Moitra)। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন কাণ্ডে গত ৮ ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় তৃণমূলের মহুয়া মৈত্রর। এরপর সাংসদ হিসেবে প্রাপ্ত অন্য সকল সুযোগ-সুবিধার পাশাপাশি সরকারি বাংলো (Government Bunglow) খালি করে দিতে বলা হয়েছিল মহুয়াকে। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৭ জানুয়ারির মধ্যে সেই সরকারি বাংলো ছাড়তে বলা হলেও তিনি এখনও বাংলো খালি করেননি। এই ইস্যুতেই এবার জোড়াফুল নেত্রীকে শোকজ নোটিস ধরাল ডিরেক্টরেট অফ এস্টেটস (DoE)।

নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কেন মানা হয়নি নির্দেশ? কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদকে তিনদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ পর্যন্ত সরকারি বাংলোতেই থাকার আবেদন জানিয়েছিলেন মহুয়া। তবে প্রাক্তন সাংসদের সেই ইচ্ছে পূরণ হল না।

   

আরও কিছুমাস ওই সরকারি বাংলোতে থাকতে চান মহুয়া। প্রয়োজনে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও রাজি তিনি। সম্প্রতি দিল্লি হাই কোর্টে মহুয়ার আইনজীবী তার মক্কেলের হয়ে এই আর্জি জানান। তবে আদালত সাফ জানিয়ে দেয়, সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডিওই-র কাছেই করতে হবে। এতে আদালতের কিছু করার নেই।

৪ জানুয়ারি, মহুয়া মৈত্রকে তার সরকারি বাসস্থানে থাকার জন্য আবেদন করে ডিওই-এর কাছে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ। বাংলোয় অতিরিক্ত কিছুদিন থাকতে অনুমতির জন্য ডিওইর কাছেই আবেদন করতে হবে বলেও জানান বিচারপতি। সাংসদকে মামলাও প্রত্যাহার করে নিতে বলে আদালত।

mahua moitra (1)

আরও পড়ুন: DA অতীত! নয়া বছরে সরকারি কর্মীদের চমকে দিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, খুশিতে আত্মহারা সকলে

তবে এই নিয়ে আর মহুয়ার তরফে ডিওই-র কাছে কোনও আবেদন জানানো হয়নি। এরই মধ্যে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বাংলো দখল করে থাকায় তৃণমূল নেত্রীকে শোকজ নোটিস দিল ডিরেক্টরেট অফ এস্টেটস (DoE)। এবার মহুয়া পরবর্তী কি পদক্ষেপ করেন সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর