গোয়ায় বিজেপিকে হারাতে কংগ্রেসকে আহ্বান! মহুয়ার ট্যুইট নিয়ে ঝড় উঠল সাগর পাড়ের রাজ্যে

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীর মসনদের লক্ষ্যে রয়েছে সবুজ শিবির। সেই মর্মে দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে সামিল হয়েছে তৃণমূলও (tmc)। ফেব্রুয়ারিতেই বিধানসভা নির্বাচন রয়েছে গোয়ায় (goa)। আর সেখানের সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) উপর।

ইতিমধ্যেই বিভিন্ন শীর্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় একাধিকবার সফর করে এসেছেন। গোয়াবাসীকে দিয়েছেন নানারকম প্রতিশ্রুতিও। গোয়ার গৃহবধূদের জন্য গৃহলক্ষ্মী কার্ড থেকে শুরু করে যুবসমাজের জন্যও বিশেষ কার্ড। গোয়ার ক্ষমতায় এলে একগুচ্ছ প্রতিশ্রুতি পালনের আশ্বাস দিয়েছে সবুজ শিবির।

তবে এরই মধ্যে শুক্রবার ট্যুইটারে একটি পোস্ট করে ঝড় তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর করা পোস্ট নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ট্যুইটারে লেখেন, ‘দেওয়া কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গোয়ায় বিজেপিকে হারাতে, যা যা করণীয় সব করবে তৃণমূল। অতিরিক্ত মাইল হাঁটতেও লজ্জা পাবে না সবুজ শিবির’।

শুধু এমন ট্যুইট করেই থেমে যাননি তৃণমূল সাংসদ। সেইসঙ্গে গোয়া ফরোয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং কংগ্রেসকেও সেখানে জুড়ে নিয়েছেন। বিজেপিকে হারানোর বিষয়ে, তাঁদের সঙ্গও পাওয়ার জন্যই কি এমন পোস্ট করেছেন তৃণমূল সাংসদ- এই নিয়েও উঠছে প্রশ্ন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোয়ায় অনেক বিশিষ্ট জনেরা তৃণমূলে যুক্ত হলেও, সেখানে বিজেপিকে হারাতে কোন কমতি রাখবে না তৃণমূল। অর্থাৎ গোয়ায় বিজেপিকে হারাতে, কোন দলই অচ্ছুৎ নয় তৃণমূলের কাছে।

Smita Hari

সম্পর্কিত খবর