ম্যাগাজিনের কভার পেজে মহুয়ার ছবি, নেটিজেনরা বলল ‘মমতাকে সরিয়ে মুখ্যমন্ত্রী হবে’

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রায়শই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে এলেও, এবার কিছুটা অন্যভাবে সংবাদ শিরোনামে এলেন তৃণমূল (tmc) সাংসদ মহুয়া মৈত্র (mahua moitra)। হার্পারস বাজার ইন্ডিয়ার বার্ষিকী সংখ্যার প্রচ্ছদে তাঁর ছবি প্রকাশ হওয়ার পর, নানারকম মন্তব্য করতে শুরু করেছেন নেটিজনরা।

রাজনীতি থেকে এবার কিছুটা অন্য স্বাদে দেখা গেল মহুয়া মৈত্রকে। সম্প্রতি হার্পারস বাজার ইন্ডিয়ার বার্ষিকী সংখ্যার প্রচ্ছদে তাঁর ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়। সেইসঙ্গে আসতে থাকে কমেন্টের বন্যাও। তাঁর প্রশংসা করার পাশাপাশি আবার অনেকে তাঁকে ভবিষ্যতের বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেও কল্পনা করতে শুরু করেছেন। কেউ কেউ বললেন, ‘একদিন মমতাকে সরিয়ে মুখ্যমন্ত্রী হবে’।

পশ্চিমবঙ্গের প্রশিক্ষিত তাঁত শিল্পীদের হাতে বোনা একটি সিল্কের শাড়িতে ম্যাগাজিনের কভার পেজে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। সঙ্গে সিলভার মেটালিক স্টাইপের থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজে ৪৬ বছর বয়সী মহুয়া মৈত্রকে একেবারে অন্যরূপে দেখা যাচ্ছে এই ছবিতে। জানা গিয়েছে, শাড়িটির দাম প্রায় ২৬,৮০০ টাকা।

তবে বেশিরভাগ সময়ে তাঁকে যেমন সিম্পল সাজে দেখা যায়, এখানেই তেমনই দেখা গেল। কোন অলঙ্কার ছাড়াই শুধুমাত্র ছোট লাল টিপ এবং খোলা চুলে সাংসদকে দেখা গিয়েছে। অন্যদিকে অন্য একটি ছবিতে গোলাপি সিল্কের শাড়ির সঙ্গে নীল হাইনেক ব্লাউজ এবং নো মেকআপে এক অভিজ্ঞ রাজনীতিকের স্বত্তা ফুটে উঠেছে মহুয়া মৈত্রের ছবিতে।

সম্পর্কিত খবর

X