১ অক্টোবর থেকে বদলাচ্ছে ব্যাঙ্কিং সংক্রান্ত বড় নিয়ম, প্রভাবিত হবেন গ্রাহকেরা! সময়সীমা জারি করল RBI

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১ অক্টোবর থেকে ব্যাঙ্কিং সেক্টর সম্পর্কিত নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই RBI (The Reserve Bank of India) এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে। মূলত, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য, RBI আগামী ১ অক্টোবর থেকে কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন (CoF Card Tokenization) নিয়ম শুরু করতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, টোকেনাইজেশন ব্যবস্থায় পরিবর্তনের পর কার্ডধারীরা আরও সুবিধা ও নিরাপত্তা পাবেন।

RBI দিয়েছে এই তথ্য: RBI-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই নতুন নিয়মের উদ্দেশ্য হল, ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট আগের থেকে আরও নিরাপদ করা। মূলত, গত কয়েকদিন ধরে ক্রেডিট ও ডেবিট কার্ড নিয়ে প্রতারণার বহু রিপোর্ট সামনে আসছিল। কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর, গ্রাহকেরা যদি ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন বা পয়েন্ট অফ সেল (POS) বা অ্যাপ মারফত লেনদেন করেন, সেক্ষেত্রে সমস্ত বিবরণ এনক্রিপ্টেড কোডে সংরক্ষণ করা হবে।

এই টোকেনাইজেশন সিস্টেমটি ঠিক কি: জানিয়ে রাখি যে, টোকেনাইজেশন সিস্টেম সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ডের ডেটাকে “টোকেন”-এ রূপান্তর করে। যার মাধ্যমে আপনার কার্ডের তথ্য ডিভাইসে লুকিয়ে রাখা সম্ভব হয়। এই প্রসঙ্গে RBI জানিয়েছ, যেকোনো ব্যক্তি টোকেন ব্যাঙ্কে অনুরোধ করে কার্ডটিকে টোকেনে রূপান্তর করতে পারেন। সর্বোপরি, কার্ড টোকেনাইজ করার জন্য কার্ডধারীকে কোনো চার্জও দিতে হবে না। এমতাবস্থায়, আপনি যদি আপনার কার্ডটিকে একটি টোকেনে রূপান্তর করেন, সেক্ষেত্রে যেকোনো শপিং ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটে আপনার কার্ডের তথ্য টোকেনের মাধ্যমে সংরক্ষণ করা যেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, RBI-র এই নতুন নিয়মে গ্রাহকের অনুমতি না নিয়ে তাঁর ক্রেডিট লিমিট বাড়ানো যাবে না। শুধু তাই নয়, যদি কোনো অর্থ প্রদান করা না হয় সেক্ষেত্রে শুল্ক বা ট্যাক্সের মত সুদ যোগ করার সময় তা ক্যাপিটালাইজ করা যাবে না। মূলত, এতে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। অনেক সময় এমন ঘটনা সামনে আসে যখন ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কার্ড সংক্রান্ত একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হয়।

জালিয়াতির ঘটনা কম হবে: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নিয়ম লাগু হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট সিস্টেম চালু হয়ে যাওয়ায় জালিয়াতির ঘটনা কমবে। মূলত, গ্রাহকদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে তাঁদের সাথে প্রতারণার ঝুঁকিও বেড়ে যায়। রিজার্ভ ব্যাঙ্কের মতে, বর্তমানে, ই-কমার্স ওয়েবসাইট, মার্চেন্ট স্টোর এবং অ্যাপগুলিতে গ্রাহকরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে অর্থপ্রদান করার পরে কার্ডের বিবরণ সংরক্ষণ করেন। অনেক ক্ষেত্রে, মার্চেন্ট গ্রাহকদের সামনে কার্ডের বিবরণ সংরক্ষণ করা ছাড়া আর কোনো বিকল্পও থাকে না। এমতাবস্থায়, এইসব তথ্য ফাঁস হয়ে গেলে গ্রাহকদের বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে নতুন নিয়ম কার্যকর হলে এই ধরনের ঘটনা বন্ধ হবে বলে জানিয়েছে RBI।

নতুন নিয়মে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়: RBI-এর নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কার্ডের মাধ্যমে করা লেনদেন সম্পর্কিত তথ্য “কো ব্র্যান্ডিং পার্টনার”-কে দেওয়া হবে না। এদিকে, এই নিয়ম কো-ব্র্যান্ডেড কার্ড সেগমেন্টে অপারেটিং কোম্পানিগুলির ব্যবসায়িক মডেলকে প্রভাবিত করতে পারে। কারণ এই কোম্পানিগুলি এই লেনদেনের উপর ভিত্তি করে বিভিন্ন অফার দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে। এমতাবস্থায়, গ্রাহকদের এখন আর কোনো ধরণের প্রতারণার আশঙ্কা থাকবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সর্বোপরি, কার্ড সংক্রান্ত আর্থিক ক্ষতিরও কোনো ঝুঁকি থাকবে না।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X