জন্মসূত্রে বঙ্গসন্তান! এবার ফ্রান্সের অ্যাকাডেমীতে ক্ষুদে এমবাপ্পে তৈরির কাজ পেলেন বারুইপুরের মলয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe) এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে একজন। তিনি উঠে এসেছিলেন ফ্রান্সেরই এক জনপ্রিয় ক্লাব মোনাকোর অ্যাকাডেমী থেকে। পিএসজিতে যোগ দেওয়ার আগে সেখানেই নিজের ইউথ কেরিয়ার এবং প্রাথমিক সিনিয়র কেরিয়ার তৈরি করেছেন তিনি। ফ্রান্সের এমনই বিভিন্ন ক্লাবের অ্যাকাডেমি থেকে বর্তমানে একাধিক তারকা ফুটবলার উঠে আসছেন। এবার তেমনই এক একাডেমিতে ভবিষ্যতের এমবাপ্পে তৈরির কাজ পেলেন এক ভারতীয় বঙ্গসন্তান।

হ্যাঁ, ঠিক এমন সুযোগই এবার পেয়েছেন একদা বারুইপুরের বাসিন্দা বছর ৪৭-এর মলয় সেনগুপ্ত। ফ্রান্সের, মার্সেইয়ের জনপ্রিয় বিফুট ফ্রান্স অ্যাকাডেমীতে অনূর্ধ্ব ১০ এবং অনূর্ধ্ব ১৪ দলকে কোচিং করানোর কাজ পেয়েছেন এই বঙ্গসন্তান। মার্চ মাস থেকে তার কাজ শুরু হবে কিন্তু তার আগেই তিনি পৌঁছে যাবেন ফ্রান্সে।

malay sengupta insta
Source: Maloy Sengupta Instagram

 

মলয় জন্মসূত্রে একজন বঙ্গতনয় হলেও তিনি দীর্ঘদিন ধরেই রয়েছেন মুম্বাইয়ে। ফুটবলের ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে সংযুক্ত থাকা সকল ব্যক্তিই মলয়ের সম্পর্কে ওয়াকিবহাল। বর্তমানে আন্ধেরি নিবাসী মলয়ে আন্ধেরিতেই একটি অ্যাকাডেমিতে প্রশিক্ষকের কাজে যুক্ত ছিলেন এতদিন। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কমবয়সী ফুটবলারদের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

এফএ লাইসেন্স তার ছিলই, কিছুবছর আগে ইউয়েফা :এ’ লাইসেন্স করিয়ে ফেলেছেন তিনি। ইউক্রেনে গিয়ে নিজের হাতে সেই লাইসেন্স পেয়েছিলেন মলয়। আপাতত চেষ্টা করছেন যাতে ইউয়েফা ‘প্রো’ লাইসেন্সটাও হয়ে যায়। আর শুধু ভারতে নয় ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে কিছু সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ইউরোপে কাজ করার সময়ই তার যোগসূত্র বেড়ে ওঠে এবং কয়েকমাস আগে মার্সেইয়ের এই অ্যাকাডেমী তার কাজ সম্পর্কে জানতে পেরে তার সঙ্গে দু বছরের চুক্তি করেছে।

আপাতত নিজের লক্ষ্য অনেক উঁচুতেই রেখেছেন মলয়। মারতে কাজ করার সময় জিদানের কাছে থেকেও টিপস নেওয়ার ইচ্ছা রয়েছে তার। রিয়াল মাদ্রিদকে তিনবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ মাঝেমধ্যেই মার্সেইয়ের অ্যাকাডেমীগুলিতে ভিজিট করেন। এছাড়া জিদানের অ্যাকাডেমির সঙ্গে যোগসূত্র রয়েছে মলয়ের আন্ধেরি অ্যাকাডেমীর। নিজের কাজে যদি সফল হন তাহলে তার হাত ধরে ভবিষ্যতের এমবাপ্পে তৈরি হওয়া অসম্ভব হবে না।

Reetabrata Deb

সম্পর্কিত খবর