চরম ক্ষতি, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বড় ধাক্কা পেল মলদ্বীপ, হাহাকার দেশে

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারত-মলদ্বীপ (India-Maldives) বিতর্কের আবহে যথেষ্ট প্রভাবিত হয়েছে ওই দ্বীপরাষ্ট্র। বিভিন্ন দিক থেকেই নেতিবাচক প্রভাব পড়েছে মলদ্বীপের ওপর। ঠিক সেই আবহেই এবার একটি বড় তথ্য সামনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কয়েক মাস আগে পর্যন্ত ভারতীয়দের কাছে অন্যতম পছন্দের পর্যটন কেন্দ্র ছিল মলদ্বীপ। কিন্তু, সম্প্রতি ভারতের সাথে চলা কূটনৈতিক বিরোধ ও সম্পর্কের অবনতির জেরে ভারতীয় পর্যটকেরা মলদ্বীপ থেকে ক্রমশ মুখ ফিরিয়েছেন। এমনকি এই বিতর্কের শুরুতে, বয়কট মলদ্বীপের ডাকও উঠেছিল।

এমতাবস্থায়, মলদ্বীপের পর্যটন মন্ত্রকের তথ্যে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গিয়েছে। মূলত, ভারতের সাথে মলদ্বীপের কূটনৈতিক টানাপোড়েন শুরু হওয়ার পর দ্বীপরাষ্ট্রে ভারতীয় পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, ২০২৩ সালের মার্চ মাসের তুলনায় এবারে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা ৩৩ শতাংশ কমেছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে ম্যালের একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে মলদ্বীপ ভ্রমণে আসা ভারতীয় পর্যটকদের সংখ্যা ছিল ৪১,০০০। কিন্তু, চলতি বছরের মার্চ মাসে এই সংখ্যাই কমে হয়েছে ২৭,২২৪। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানেই লাফিয়ে কমেছে ভারতীয় পর্যটকদের সংখ্যা।

Maldives got a big blow in the atmosphere of controversy with India

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের সাথে মলদ্বীপের দীর্ঘ সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। এদিকে, ২০২৩ সালের শেষ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে যান। আর সেখানেই তিনি লাক্ষাদ্বীপের পর্যটনের প্রচার করার ফলে সরাসরি কটাক্ষ শুরু করে মলদ্বীপ। আর তারপরেই সূত্রপাত হয় বিতর্কের। এমনকি সামগ্রিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতীয় সেনা প্রত্যাহারের ডাক দেন।

আরও পড়ুন: দু’দিন ধরে মহাকাশে পাঠানো হবে দু’টো রকেট! চন্দ্রযান-৪-এ হবে বড় ধামাকা, জোর প্রস্তুতি ISRO-র

এমতাবস্থায়, মলদ্বীপে ভারতীয় পর্যটক কমার অন্যতম কারণ হয়ে উঠেছে ভারত সরকারের দেশের অন্দরেই পর্যটনের প্রচার। বিশেষ করে, এক্ষেত্রে প্রচারের আলোয় বেশি করে নিয়ে আসা হচ্ছে লাক্ষাদ্বীপকে। এর পাশাপাশি সেখানে করা হচ্ছে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন। যার জেরে সেখানকার পর্যটন আরও উন্নত হয়ে উঠছে। এমতাবস্থায়, মলদ্বীপের পরিবর্তে ভারতীয়রাও বেছে নিচ্ছেন লাক্ষাদ্বীপকে।

আরও পড়ুন: বিশ্বকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন মোদী! রুখে দিয়েছিলেন পুতিনকে, প্রকাশ্যে বড় তথ্য

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত মলদ্বীপের পর্যটনের ক্ষেত্রে সর্বাধিক আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল ভারত। সেক্ষেত্রে ১০ শতাংশ মার্কেট শেয়ার ছিল ভারতের। কিন্তু, এই বিতর্কের পর বর্তমানে মলদ্বীপের মার্কেটের মাত্র ৬ শতাংশ আয় ভারত থেকে হচ্ছে। তবে, ভারত মুখ ফেরানোর সাথে সাথে সুযোগের ব্যবহার করে মলদ্বীপের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চিন। এমতাবস্থায়, মলদ্বীপে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে চিনা পর্যটকের সংখ্যা। জানা গিয়েছে, এ বছরে চিন থেকে মলদ্বীপে এখনও পর্যন্ত ৫৪ হাজার পর্যটক বেড়াতে এসেছেন। শুধু ফেব্রুয়ারি মাসেই চিন থেকে ৩৪,৬০০ জন পর্যটক এসেছিলেন। যদিও, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ভারত থেকেই সর্বাধিক পর্যটক গিয়েলেন মলদ্বীপে। সেক্ষেত্রে প্রতি বছর ২ লক্ষেরও বেশি ভারতীয় পর্যটক মলদ্বীপে পৌঁছেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর