পর্যটক টানতে ভারতের কাছেই ভিক্ষা! হম্বিতম্বি দেখিয়ে শেষমেশ দিল্লির কাছেই হাত পাতল মলদ্বীপ

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক মাসে বেশ উত্তপ্ত হয়েছে ভারত ও মলদ্বীপের সম্পর্ক। তবে এর ফলে বেশ ক্ষতির মুখে পড়েছে মলদ্বীপের পর্যটন ব্যবসা। এই আবহে ‘ভারত বিরোধীতায়’ লাগাম দিতে তৎপর মলদ্বীপ। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়নের মধ্যে হুহু করে ভারতীয় পর্যটকের সংখ্যা কমতে শুরু করে এই দ্বীপ দেশটিতে। বহু ভারতীয় পর্যটক বাতিল করেন মলদ্বীপ ভ্রমণ।

তবে ফের একবার ভারতীয় পর্যটকদের মলদ্বীপমুখী করতে দিল্লির দ্বারস্থ সে দেশের একটি অগ্রণী পর্যটন গোষ্ঠী। মলদ্বীপের এই পর্যটন গোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে রোড শো করার। মলদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা উদ্বেগজনক ভাবে কমে যাওয়ায়  ‘মলদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর্স’ বা ‘মাটাটো’ সম্প্রতি বৈঠক করে মলদ্বীপের ভারতীয় রাষ্ট্রদূতের সাথে।

আরোও পড়ুন : পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ সরকারের! স্কলারশিপ পাবেন ৫৪০০-৭৮০০ টাকার, কারা আবেদনের যোগ্য ?

এবার পর্যটন গোষ্ঠীটি ভারতের বিভিন্ন রাজ্যে রোড শো করে ভারতীয় পর্যটকদের মলদ্বীপে আকর্ষণ করতে চাইছে। মলদ্বীপের পর্যটন দফতরের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, চলতি বছরের ১০ই এপ্রিল পর্যন্ত মলদ্বীপে পর্যটকের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ২২৯ জন। বিদেশি পর্যটক আসার নিরিখে চীন রয়েছে শীর্ষ স্থানে। যথাক্রমে এরপর রয়েছে ব্রিটেন, রাশিয়া, ইটালি, জার্মানি এবং ভারত।

1704691453 india maldives

প্রসঙ্গত, মুইজ্জু মলদ্বীপের ক্ষমতায় আসেন গত নভেম্বরে। ‘ভারত-বিরোধী’ এবং ‘চিন-ঘনিষ্ঠ’ হিসাবে অনেকেই তাঁকে চিহ্নিত করে থাকেন। মুইজ্জু ক্ষমতায় আসার পরই ভারতের সাথে সে দেশের সম্পর্কের অবনতি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণের সময় মলদ্বীপের তিন মন্ত্রী অবমাননাকর মন্তব্য করেন ভারতের বিরুদ্ধে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর