বদলি হওয়া তিন অফিসারের মধ্যে একজন মমতার পা ছুঁয়েছিলেন, ভিডিও পোস্ট করে দাবি মালব্যর

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (Bharatiya Janata Party) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Jp Nadda) উপর হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রালয় রাজ্যের তিন IPS অফিসারকে কেন্দ্রে ডেপুটেশনে বদলির আদেশ জারি করা হয়েছে। জানিয়ে দিই, বিজেপির সভাপতির গাড়ির উপর হামলা হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রালয় রাজ্যের ডিজিপি আর মুখ্য সচিবকে তলব করেছিল। আর এবার তিন আইপিএস অফিসারকে বাংলা থেকে দিল্লীতে ডেকে নেওয়া হয়েছে।

এরপরই বিজেপির আইটি সেলের পধান অমিত মালব্য একটি ছবি ট্যুইট করেন। তিনি দাবি করেন যে, ‘যেই তিন আইপিএস অফিসারকে দিল্লীতে বদলি করা হয়েছে, তাদের মধ্যে মধ্যে একজন IPS অফিসার (১৯৯৬ ব্যাচের) যার ভিডিও ২০১৯ এ ভাইরাল হয়েছিল। ওনাকে দীঘার সমুদ্র সৈকতের কাছে মমতা ব্যানার্জীর পা ছুঁয়ে নমস্কার করতে দেখা গিয়েছিল।”

তিনজন আইপিএস অফিসারের বদলির খবর চাউর হতে জানা গিয়েছে যে, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠিকে কেন্দ্র ডেপুটেশনে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিজেপির সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের রাজনৈতিক উত্তাপ চরমে। জেপি নাড্ডার বাংলার সফরের সময় বৃহস্পতিবার ওনার কনভয়ে ইট-পাথর দিয়ে হামলা করা হয়। নাড্ডা সমেত বিজেপির সমস্ত নেতারাই এই হামলার জন্য তৃণমূলকে দায়ি করেছে।

এরপর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই ঘটনার এক ঘণ্টা পর রাজ্যপালের কাছে বিস্তৃত রিপোর্ট চান। এরপর রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে রিপোর্ট পাঠান।


Koushik Dutta

সম্পর্কিত খবর