বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করার জন্য আগে থেকেই রাজ্য পুলিশের উপর করার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দুর্নীতি এবং অপরাধ নিয়ে। অথচ দেখা গিয়েছে ঝাড়খণ্ড এবং বিহার সীমানা দিয়ে দুষ্কৃতীরা ঢুকে অপরাধ করে আবার সীমান্ত দিয়ে পালাচ্ছে আর এতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তাই তো আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে চার পুলিশ সুপার রোষের মুখে পড়লেন।
সোমবার জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়েই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী আর সেখানে সীমান্ত দিয়েই অপরাধের পরিমাণ বেড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তাই চার জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই চার পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বিজেপির নাম না করে লোকাল থানার অফিসাররা নাকি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজস করছে এমনটাই বলেন
পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনভাবেই কোনো রকম পোস্টকে ঘিরে উত্তেজনা না ছড়ায় তার দিকে নজর রাখতে কড়া নির্দেশ দেন তিনি। যদিও এখানেই থেমে থাকেননি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে পুলিশের আইন শৃঙ্খলার অভাব থাকায় সীমান্ত পেরিয়ে এ পারে এসেই দুষ্কৃতীরা অপরাধ করে চলে যাচ্ছে তাতে নজর নেই কেন? এমন প্রশ্নও ছুড়ে দেন।
এমনকি মিম নামের অর্গানাইজেশন যেভাবে সংখ্যালঘুদের উপর বোঝাচ্ছে তাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে সোর্স বাড়ানোর জন্য পর্যাপ্ত ফান্ড দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আসলে বিধানসভা উপনির্বাচনে হ্যাটট্রিক জয় লাভের পর এবার বিধানসভা নির্বাচনকে লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী আর তাই বিধানসভা নির্বাচনের জন্য কোনও কিছুর সঙ্গেই আপস করতে চান না তিনি। ইতিমধ্যে বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলার ব্লক স্তর এবং পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের উদ্দেশ্য। ঠিক তার পরেই এবার টার্গেট করেছেন পুলিশ সুপারদের।