ক্ষমা চাইতে হবে! উল্টোডাঙার আবাসনে TMC-র বাইক মিছিল, বিরাট নির্দেশ ক্ষুব্ধ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনেই ঘাসফুল ফুটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। কলকাতার বুকেও দারুণ ফলাফল করেছে জোড়াফুল শিবির। এরপর রাজ্যের নানান প্রান্তে বিজয় মিছিলও বেরোয়। দিন কয়েক আগে যেমন উল্টোডাঙার তিনটি আবাসনে কয়েকশো অটো, বাইক নিয়ে মিছিল করেন TMC কর্মী সমর্থকরা। এবার তা নিয়েই বেজায় ক্ষুব্ধ হলেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, উল্টোডাঙার (Ultadanga) পরপর তিনটি আবাসনে অটো-বাইক নিয়ে মিছিল করে তৃণমূল। ডিজে বাজানোর পাশাপাশি ‘খেলা হবে’ স্লোগানও দেওয়া হতে থাকে বলে খবর। এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মমতা। এদিন নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি। সেই সঙ্গেই এক কাউন্সিলরকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন TMC সুপ্রিমো।

জানা যাচ্ছে, আজ বৈঠকের সময়ই মমতা জিজ্ঞেস করেন, ‘শান্তি কে?’ এরপর কাউন্সিলর সামনে এগিয়ে আসেন। তখনই তৃণমূল (Trinamool Congress) নেত্রী বলেন, উল্টোডাঙার আবাসনে যে ঘটনা ঘটেছে, সেটার জন্য গিয়ে ক্ষমা চাইতে হবে।আপনাদের উন্নয়ন, আপনাদের উন্নতির স্বার্থে আমরা কাজ করব, এই বার্তা দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ নবীন অতীত, এবার শুরু হচ্ছে ‘মোহন জমানা’! ওড়িশার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল BJP

এদিনের বৈঠকে প্রথমে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ভর্ৎসনা করেন বলে খবর। এমন ধরণের ঘটনা কেন ঘটানো হল? সেটা জানতে চান তিনি। এমন ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি বলেন, এই আবাসনগুলিতে যেতে হবে। প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে মানুষকে বলতে হবে, এই জিনিসটা ঠিক হয়নি। আমরা আপনাদের উন্নতি এবং উন্নয়নের জন্য কাজ করব।

Mamata Banerjee

তবে শুধু এই একটি বিষয়ই নয়, কসবায় দুই TMC কাউন্সিলরের সংঘাতেও মুখ্যমন্ত্রী বেশ অসন্তুষ্ট বলে খবর। তিনি পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বলেও জানা যাচ্ছে। দুই কাউন্সিলরের মধ্যে এমন বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন TMC সুপ্রিমো।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর