এক টাকায় মিলবে জমি! প্রতিটি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মমতার, জানিয়ে দিলেন শর্ত

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় ঘোষণা করলেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিং মল তৈরি করার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে সরকার। বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র “শিল্পান্ন”-র উদ্বোধন করে এই সংক্রান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কী জানিয়েছেন মমতা (Mamata Banerjee):

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের ২৩ টি জেলার সদর শহরে এই শপিং মল তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই শপিং মলের জন্য প্রয়োজনীয় রাজ্য এক টাকায় দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘‘জেলার হেডকোয়ার্টারে শপিং মল করা হচ্ছে। এক টাকায় জমি দেব।’’

Mamata Banerjee announces of shopping malls in every district.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্বোধন করা “শিল্পান্ন”-তে থাকবে মোট ৪৬ টি স্টল। যেগুলিতে মূলত শাড়ি এবং চামড়ার জিনিস বিক্রি হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চর্মশিল্পে বাংলা ভারতে এক নম্বরে রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বাংলা রয়েছে এক নম্বরে।” এছাড়াও, রাজ্যে ৬৬০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: AI-র মাধ্যমে ছবি বিকৃতির অভিযোগ! বড় পদক্ষেপ নিলেন রাজন্যার স্বামী প্রান্তিক

শর্ত বেঁধে দিয়েছেন মমতা: প্রসঙ্গত উল্লেখ্য যে, শপিং মল তৈরির ক্ষেত্রে যাঁরা জমি কিনবেন তাঁদের জন্য শর্তের প্রসঙ্গও উপস্থাপিত করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, শপিং মল যত বড়ই তৈরি হোক না কেন সে ক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকারের জন্য বরাদ্দ রাখতে হবে দু’টি তলা। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা মহিলারা যাতে তাঁদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন: নিজের মেয়েকে পরপর ৩ টি গুলি….বাবার হাতে “খুন” টেনিস খেলোয়াড় রাধিকা যাদব

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘‘শপিং মল যারা বানাবে, তাদের জন্য একটাই শর্ত রয়েছে। দু’টো ফ্লোর আমার চাই। শপিং মলের বাকি জায়গায় আপনারা সিনেমাহল থেকে শুরু করে কফি হাউস, যেটা খুশি করুন। শপিং মল যত বড়ই বানান, আমার সেটা দেখার দরকার নেই। কিন্তু আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য আমার দু’টো ফ্লোর চাই।”