তরুণদের মন জয়ই লক্ষ্য! আজ ৮ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে মমতা সরকার

বাংলাহান্ট ডেস্ক : আজ অর্থাৎ সোমবার উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হবে ১০০০০ টাকা। পঞ্চায়েত ভোটের আগেই তরুণ হৃদয় জিততে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার্থীদের পড়াশোনার জন্য ট্যাব কেনার টাকা দেওয়া হয়। করোনা লকডাউন সত্ত্বেও গত বছরও এই টাকা দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের। এবারও সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার।

স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, আজ অর্থাৎ সোমবার রাজ্যের প্রায় ৮ লক্ষ উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অ্যাকাউন্টে পৌঁছাবে ১০ হাজার টাকা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এই নতুন ‘মিশনের’ সূচনা করবেন। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই টাকা পাঠানো হবে ‘তরুণের স্বপ্ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন করবেন কয়েকটি প্রকল্পের। প্রশাসনিক মহলের ধারণা রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষ কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি নতুন ভবনের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর তরফে জানানোর সম্ভবনা আছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। কারোর কারোর মতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় কোন বক্তব্য রাখতে পারেন তিনি।

mamata banerjee 10

অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে শিক্ষা নীতিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এ দিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হয়তো সেই সংক্রান্ত কোনো ঘোষণাও করতে পারেন। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে টেট। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর