‘আমরা পারলাম, করে দেখালাম’! ধর্ষণ-খুনের শাস্তি মৃত্যুদণ্ড, বিধানসভায় পেশ হল অপরাজিতা বিল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পরেই মুখ্যমন্ত্রী নারী নির্যাতন রুখতে রাজ্য বিধানসভায় নয়া বিল আনার কথা বলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে ‘অপরাজিতা মহিলা ও শিশু (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ পেশ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এরপর এই নিয়ে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা উত্তর দিয়ে নিজের বক্তব্য শুরু করেন মমতা (Mamata Banerjee)।

  • বিধানসভায় দাঁড়িয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

এদিন বিধানসভায় (West Bengal Assembly) দাঁড়িয়ে বিরোধীদের বিক্ষোভ এবং শোরগোলের মাঝখানেই নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ জানানোর পাশাপাশি উন্নাও, হাথরস, কামদুনি নিয়েও মুখ খোলেন তিনি। এদিন উত্তরপ্রদেশ, গুজরাটের ধর্ষণ কাণ্ড নিয়ে বক্তব্য রাখছিলেন মমতা। সেই সময় প্রতিবাদে চিৎকার শুরু করেন বিজেপি বিধায়করা। তখন কার্যত হুঙ্কারের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে নরেন্দ্র মোদীর ইস্তফা চাই। এরপর বাকি কথা’।

   
  • ‘এই বিল একটা ইতিহাস’: মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন বিধানসভায় দাঁড়িয়ে অপরাজিতা বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা করে দেখালাম, পারলাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি নারীদের রক্ষা করতে ব্যর্থ। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবি জানাচ্ছি’। এদিন বাংলার মা-কে বদনাম না করার আর্জিও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ পুজোর আগেই বিরাট সুখবর! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি অর্থ দফতরের

জানা যাচ্ছে, আজ রাজ্য বিধানসভায় পেশ হওয়া অপরাজিতা বিলে ধর্ষণ-খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। সেই সঙ্গেই ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের নিদান রয়েছে। এমনকি মৃত্যুদণ্ডও অবধি দেওয়া হতে পারে। একইসঙ্গে সব ক্ষেত্রে জরিমানার বিষয়েও এখানে উল্লেখ করা আছে। বিলম্ব নয়, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার শেষ করে কড়া সাজা দেওয়ায় অপরাজিতা বিলের (Aparajita Women and Child Bill) লক্ষ্য।

Mamata Banerjee Aparajita Bill

এদিন এই বিল সমর্থন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা তাড়াহুড়ো করে এই বিল এনেছেন। আমরা চাইলে বলতে পারতাম, বিলটি আইন বা বিচার বিভাগে গিয়েছে কিনা। সংসদীয় নীতি অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান। তবে আমরা সেটা বলছি না। তবে এই বিল অবিলম্বে কার্যকর করার কথা বলছি। আমরা রেজাল্ট চাইছি। আমরা পুরো সমর্থন জানাচ্ছি, কোনও ভোটাভুটি চাইব না। তবে অবিলম্বে এই বিল কার্যকর করতে হবে’। এদিন শুভেন্দুর বক্তব্যের পাল্টা দিয়েই নিজের বক্তৃতা শুরু করেছিলেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে সই করতে। তারপরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর