‘ওদের কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিল’, BJP-র নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বিজেপির (Bharatiya Janata Party) নবান্ন অভিযানকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বেলুন ফুটো হয়ে গিয়েছে। ওদের মিছিলে লোক হয়নি।” আর এদিন আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে তুলে মমতার অভিযোগ, “আন্দোলনের নামে সমাজ বিরোধী কাজ করেছে বিজেপি কর্মী সমর্থকরা। ওরা ব্যাগে করে বোমা এনেছিল।” মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে বর্তমানে সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি।

উল্লেখ্য, গতকাল বিজেপির ‘নবান্ন অভিযান’ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তির একাধিক ছবি সামনে উঠে আসে। পরবর্তীতে একদিকে যখন বিজেপি নেতা-মন্ত্রীরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন, আবার অপরদিকে বিরোধী দলের বিরুদ্ধেও কটাক্ষ ছুড়ে দেয় শাসক দল।

এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “নবান্ন অভিযানের নামে গতকাল বিজেপি কর্মী সমর্থকরা গুন্ডামি চালিয়েছে। সমাজ বিরোধী কাজ করা হয়েছে, যা বাংলার বুকে কখনোই মেনে নেওয়া যায় না। মানুষ একদিকে যখন দুর্ভোগের শিকার হয়েছে, আবার অপরদিকে অসংখ্য পুলিশ কর্মীরা জখম হয়েছেন।”

এরপরই বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “যারা এই সমাজ বিরোধী কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ চাইলে গুলি চালাতে পারতো, তবে আমরা ওই মতাদর্শে বিশ্বাসী নই। গতকাল ওরা ব্যাগে করে বোমা এনেছিল। পরবর্তীতে পুলিশকে মারধর করার পাশাপাশি ওদের গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়।”

একইসঙ্গে এদিন জখম পুলিশ কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি বলেন, “কলকাতা পুলিশের এসি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও এক পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে গিয়েছে। তবে আমি বলব, যারা এই সকল কাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

Untitled design 36

উল্লেখ্য, গতকাল নবান্ন অভিযানকে ঘিরে শাসক বনাম বিরোধী দ্বন্দ্ব চরমে উঠেছে। গতকাল সকাল থেকেই একাধিক প্রান্তে গন্ডগোলের পাশাপাশি একদিকে যখন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়, আবার অপরদিকে রাস্তায় অবরোধে বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরবর্তীতে বিজেপির মিছিলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বেলুন ফুটো হয়ে গিয়েছে। ওদের মিছিলে লোক হয়নি।” আবার বিজেপি নেতা মন্ত্রীদেরও একাধিক বিতর্কিত মন্তব্য করতেও দেখা যায়। এর মাঝেই এবার আরো একধাপ এগিয়ে নবান্ন অভিযানকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ পরিস্থিতি আরো উত্তপ্ত করবে বলেই মত সকলের।

Sayan Das

সম্পর্কিত খবর