‘পদত্যাগ করুন’! অখিলের কাছে এল ফোন, নির্দেশ আসতেই ইস্তফার ঘোষণা কারামন্ত্রীর!

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিতর্কে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এবার বনদফতরের এক মহিলা আধিকারককে অপমান করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আগেই জানা গিয়েছিল, গোটা ঘটনায় বেশ অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁর নির্দেশ মতো পদত্যাগের কথা ঘোষণা করলেন কারামন্ত্রী

মমতা (Mamata Banerjee) নির্দেশ আসতেই ইস্তফার কথা ঘোষণা অখিলের!

রবিবার কারামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতোই পদত্যাগ করছেন তিনি। অখিলের কথায়, ‘আমি দলের নির্দেশ মানব। মুখ্যমন্ত্রী আমায় পদত্যাগ করার জন্য সুব্রত বক্সীকে বলেছিলেন। সুব্রত বক্সী আমায় ফোন করে সেকথা বলেন। আমি পদত্যাগ করব। ইতিমধ্যেই ইস্তফাপত্র লিখে ফেলেছি। কালকেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়ে দেব। দল কঠোর হলে হবে। অসহায় মানুষগুলোর পাশে আছি’।

অতীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছিল কারামন্ত্রী অখিলের (Akhil Giri) বিরুদ্ধে। সেই সময় আসরে নামতে হয় মমতাকে। এবার বনদফতরের এক মহিলা আধিকারিককে জানোয়ার, বেয়াদব, দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী নিজে যেখানে মহিলা ভোটব্যাঙ্ককে এতখানি গুরুত্ব দেন, সেখানে তাঁরই প্রশাসনের একজন মহিলা আধিকারিকের উদ্দেশে একজন মন্ত্রীর এমন মন্তব্য করার বিষয়টিকে একেবারেই পছন্দ করছেন না মমতা।

আরও পড়ুনঃ প্রাথমিক নিয়োগ মামলায় নয়া মোড়! হার্ড ডিস্কের তথ্য উদ্ধার করতে বিরাট পদক্ষেপ CBI-র! তোলপাড়

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এবার তৃণমূল নেত্রী বলেছিলেন, দলের মহিলা কর্মীদের যেন যথাযথ সম্মান দেওয়া হয়। নেতা-মন্ত্রীদের আচরণ সংযত করার নির্দেশ দিয়েছিলেন মমতা-অভিষেক দু’জনেই। এরপর সপ্তাহ দুয়েক হতে না হতেই বনদফতরের মহিলা আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করে শিরোনামে উঠে এলেন রাজ্যের কারামন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে অখিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

Birbaha Hansda complaints against Akhil Giri to Mamata Banerjee

সূত্রের খবর, ইতিমধ্যেই অখিলের বিরুদ্ধে তৃণমূলের অন্দরে অভিযোগের সুর উঠতে শুরু করেছে। তাঁর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এমন অভিযোগও উঠেছে বলে খবর। সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে একজন প্রশাসনিক পদাধিকারীর উদ্দেশে অখিলের করা মন্তব্যের জন্য দল অস্বস্তিতে পড়েছে বলে খবর।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই অখিলের কাছে ফোন এসেছে সুব্রত বক্সীর। নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি পদত্যাগ করার কথাও বলা হচ্ছে বলে জানা যাচ্ছে। রবিবার সকালে সংবাদমাধ্যমের সামনে নিজের ভুল স্বীকার করেছেন কারামন্ত্রী। সোমবার ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোষের মুখে পড়তে পারেন রামনগরের বিধায়ক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর