বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকারের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অমিত শাহ (amit Shah)৷ সাংবাদিক সম্মেলনে নিজের আমলে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অমিত শাহের কাছে ধোকলা খেতে চাইলেন মুখ্যমন্ত্রী।
আসুন এক নজরে দেখেনি কি কি জবাব দিল তৃণমূল
কর্মসংস্থানঃ ১৬৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে বাংলায়, আগামী কাল দেওয়া হবে নোটিশ, ১০ জানুয়ারি থেকে শুরু ইন্টারভিউ, ৩১ জানুয়ারি হবে তৃতীয় টেট
যে সব ক্ষেত্রে এগিয়ে বাংলাঃ দারিদ্র দূরিকরণ, ১০০ দিনের কাজ,এমএসএমই, সংখ্যালঘু উন্নয়ন, গ্রামোন্নয়ন এর মতো ক্ষেত্রে দেশের মধ্যে এই রাজ্য এক নম্বরে
জিডিপিঃ মাথা পিছু আয় বা জিডিপির ক্ষেত্রে দেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে এই রাজ্য এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী
কর আদায়ঃ তার আমলে ২.৯% কর আদায় বেড়েছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়
শিক্ষাঃ গত দশ বছরে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২। পাশাপাশি বর্তমানে রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা ২৪, নতুন মেডিক্যাল কলেজ ১৪। ১০ হাজার ছাত্রী উচ্চশিক্ষায় কন্যাশ্রীর সুবিধা পাচ্ছে।
নিরাপত্তা ও ধর্ষণঃ বাংলায় ধর্ষণের সংখ্যা কমেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এর আগে সৌগত রায় একই দাবি করে বলেছিলেন বাংলায় ধর্ষণের সংখ্যা ২১% কমেছে। পাশাপাশি ২ বার দেশের মধ্যে সবচেয়ে নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা।
স্বাস্থ্য ও শিশুমৃত্যুঃ বাংলায় শিশু মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২২%। সৌগত রায় সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, গোটা ভারতে সবচেয়ে বেশি বেড বেড়েছে বাংলাতেই। নার্সের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫১%।