‘দিল্লিতে মহাজোট হবে, এখানের মহাঘোঁট আমরা ভেঙে দেব’, একজোটে বিরোধীদের তোপ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাতে মাত্র দিন কয়েকের সময়। ভোটের আবহে কিছুদিন আগেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কোচবিহার থেকে শুরু করেছিলেন তৃণমূলের নবজোয়ার যাত্রা। সেই কর্মসূচী শেষ হতেই এবার পঞ্চায়েতকে পাখির চোখ করে সেই কোচবিহার থেকেই প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর প্রচারের প্রথম দিনই তৃণমূল সুপ্রিমোর নিশানায় বিরোধী দলগুলি।

কোচবিহারে গিয়ে একসঙ্গে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে তোপ দলনেত্রীর। ভরা সভায় দাঁড়িয়ে এদিন মমতা বলেন, “আমরা দিল্লিতে চেষ্টা করছি বিজেপির বিরুদ্ধে মহাজোট গড়ার জন্য। আর এঁরা আমায় গালাগালি দিয়েছে। এঁরা (বিরোধীরা) এখানে মহাঘোঁট করবে। মহাঘোঁট আমরা ভেঙে দেব। বাংলারটা আমরা করব।”

এদিন কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের জনসভায় নাম না করে মমতার অভিযোগ বাংলায় পঞ্চায়েত ভোটের সিপিএম, কংগ্রেস ও বিজেপি সব একজোট হয়েছে। কিন্তু বাংলাতে যে তৃণমূলই শেষ কথা বলবে নিজের বক্তব্যে সেই ইঙ্গিতই দিলেন মমতা।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে শুক্রবার পটনায় বিজেপি বিরোধী জোটের আলোচনায় অংশ নিয়েছিল ১৫টি বিরোধী দল। উপস্থিত ছিল তৃণমূলও। সব দলই লোকসভা ভোটে একজোট হয়ে লড়ার কথা ব্যাপারে সহমত পোষণ করেছে।

mamata

প্রসঙ্গত, প্রথম থেকেই মমতা বলে আসছেন, বিজেপিকে হারাতে যে যেখানে শক্তিশালী তারা সেখানে প্রার্থী দেবে। আজকের প্রচার সভা থেকেও যেন সেই ইঙ্গিতই শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর