বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। এখন থেকেই তা নিয়ে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার যেমন বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘চুরিটা আমরা ধরে ফেলেছি’! জোর গলায় বলেন তিনি।
বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ মমতার (Mamata Banerjee)!
সম্প্রতি দিল্লির ভোটে জয়ী হয়েছে বিজেপি। পদ্ম ঝড়ে কার্যত উড়ে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এর পিছনে ভোট কারচুপি রয়েছে কিনা, এই নিয়ে ইতিমধ্যেই নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে নানান রাজ্য দখলের চেষ্টায় নেমেছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গেও এই চক্রান্ত চলছে বলে দাবি করেন তিনি।
এই বিষয়ে মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের প্রসঙ্গ টেনে আনেন মমতা। বিজেপির (BJP) উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘মহারাষ্ট্রে কীভাবে ৪০ লাখ ভোটার বাড়ল? আর দিল্লিতে আপনারা কী করেছিলেন?’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একদিন না একদিন তো বেরোবেই। শুনুন, কেউ দেরিতে অঙ্ক কষে, কেউ আগে কষে। অঙ্কটা কষে আমরা দেখে নিয়েছি। একদিন না একদিন সত্যিটা বেরোবেই’।
আরও পড়ুনঃ বায়ো থেকে উধাও তথ্য! সোজা মেটাকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক
তৃণমূল (TMC) নেত্রীর অভিযোগ, প্রত্যেকটি বিধানসভার ভোটার তালিকায় ২০,০০০ থেকে ৩০,০০০ ভুয়ো নাম ঢোকানোর জন্য বাংলায় এসে বাবুরা বসে রয়েছেন। ‘তবে আমরা কিন্তু এই পরিকল্পনা ভেস্তে দেব। কারণ অন্য রাজ্য যেটা পারে না, বাংলা সেটা পারে। চুরিটা আমরা ধরে ফেলেছি’, বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মমতার (Mamata Banerjee) প্রশ্ন, ‘আধার কার্ড, ভোটার লিস্টে নাম তোলার কাজ কেন অনলাইনে হবে? ফিজিক্যাল ভেরিফিকেশন কেন করা হবে না? এভাবে জালিয়াতি করেই নির্বাচনে কারচুপির চেষ্টা চলছে’। এই বিষয়ে বিজেপি, নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, প্রত্যেককে একযোগে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই এরা চলে আসে। আমি এদের ভূতুড়ে রাজনৈতিক দল বলি।