NRC-র কারণে আত্মহত্যা! পানিহাটিতে প্রণদীপ করের মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা, পাল্টা তদন্তের দাবি কৌস্তুভের

Published on:

Published on:

Mamata Banerjee Blames central for NRC on Panihati Man’s Suicide issue

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আর ঠিক এই দিনেই এনআরসির আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। মৃতের পরিবারের দাবি, এনআরসির ভয়ে আত্মহত্যা করেছেন ৫৭ বছরের প্রণদীপ কর। পুলিশ জানিয়েছে, তাঁর দেহ উদ্ধার হয়েছে মহাজ্যোতি নগর এলাকা থেকে। দেহের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে, যাতে স্পষ্ট লেখা ছিল “আমার মৃত্যু এনআরসির জন্য।” এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উল্লেখিত ঘটনা কেন্দ্রেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের (Mamata Banerjee)

এই ঘটনার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় এক্স-এ (X) পোস্ট করে লিখেছেন, “এমন মৃত্যু ভারতের সংবিধান ও গণতন্ত্রের প্রতি গভীর আঘাত। বছরের পর বছর ধরে বিজেপি সাধারণ মানুষকে এনআরসির ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, মিথ্যা প্রচার করেছে, আর সেই নিরাপত্তাহীনতাকে হাতিয়ার করে ভোট আদায় করেছে। এই মৃত্যু সেই বিভাজনমূলক রাজনীতির সরাসরি ফল।”

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও লিখেছেন যে, “যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদের পাঠ দিচ্ছে, তারা সাধারণ ভারতীয়দের এমন হতাশায় ফেলে দিয়েছে যে মানুষ নিজের দেশে ‘বহিরাগত’ হওয়ার ভয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, এই নিষ্ঠুর খেলা এখনই বন্ধ করুন।”

‘বাংলা কখনও এনআরসি মেনে নেবে না’, বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন সতর্কবার্তা দিয়ে আরও বলেন যে, “বাংলা কখনও এনআরসি মেনে নেবে না। কেউ আমাদের মানুষের মর্যাদা বা অধিকার কেড়ে নিতে পারবে না। আমাদের মাটি, মা, মানুষ, এগুলো আমাদেরই।” যারা ঘৃণার রাজনীতি করে, তাঁদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে, বাংলা জয়ী হবে।”

তবে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের সহ-সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর খুব শীঘ্রই পানিহাটির নিহত প্রণদীপ করের বাড়িতে যাবেন অভিষেক।

Mamata Banerjee Blames central for NRC on Panihati Man’s Suicide issue
আরও পড়ুনঃ চন্দননগরে একা ইন্দ্রনীল! ভোটের আগে মমতা-অভিষেকের ছবি ছাড়াই ‘নজিরবিহীন’ হোডিং নিয়ে চর্চায় মন্ত্রীমশাই

তবে এখানেই শেষ নয়। বাংলার শাসক দলের প্রধান নেতৃত্বদের অভিযোগের ভিত্তিতে পাল্টা সুর চড়ালেন কৌস্তুভ বাগচী। সুইসাইড নোটের সত্যতা যাচাইয়ের আবেদন জানালেন তিনি। কৌস্তুভ বাগচী নিজের ফেসবুক অ্যাকাউন্টে টুইটারে মুখ্যমন্ত্রী লেখা মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তদন্তের দাবী জানিয়ে লেখেন, “অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ঘটনার নিরপেক্ষ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।”

এরপর মুখ্যমন্ত্রীকে নিশানা করে কৌস্তভ বাগচী আরও লেখেন যে, “তৎসহ আপনি ও আপনার বিশ্বস্ত পুলিশের কর্তা ব্যক্তিরা যে ‘সুইসাইড নোটের’ কথা বলছেন, তার ফরেনসিক তদন্তের দাবি জানাচ্ছি। যে কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনস্থ হস্তাক্ষর বিশেষজ্ঞ কে দিয়ে এই ‘সুইসাইড নোটের’ সত্যতা যাচাই করা হোক।”