বাংলাহান্ট ডেস্ক : এখনই হকার উচ্ছেদ করা হবে না, কারণ হকার উচ্ছেদ করা তাঁর লক্ষ্য নয়। এবার এই কথাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক মাস সময় দিলেন তিনি। হকারদেরকেই দিলেন রাস্তা পরিষ্কার করার ভার। তবে নতুন করে কোন এলাকায় যদি হকার বসে, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নেতা বা পুলিশ যে হকার বসাবেন, তাঁকেও গ্রেফতার করা হবে বলে জানান মমতা। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমিদখল, হকার সমস্যা, পুরসভার কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে বিভিন্ন সমস্যার মধ্যে হকার সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরই হকার উচ্ছেদ অভিযান শুরু হয় রাজ্যে। হকার উচ্ছেদ করা নিয়ে অনেকের মনে ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে, ফের বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠক মমতার।
আরোও পড়ুন : দীঘায় এবার গোয়া ভাইবস্! মিলবে বিলাসবহুল ক্রুজে চড়ার সুযোগ, দেখুন বুকিং থেকে শুরু করে খরচ
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, “কারও চাকরি খাওয়ার অধিকার আমার নেই। কাউকে বেকার করার অধিকার নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়।” তাঁর কথায়,”নতুন করে হকার বসালে গ্রেপ্তার হতে হবে। রাস্তা দখলের জন্য দায়ী রাজনৈতিক নেতা এবং পুলিশরাই। কাউন্সিলরদের প্রথম থেকেই এটা দেখা উচিত। কিন্তু তাঁরা দেখেও দেখছেন না। এলাকার নেতারা প্রথমে ডালা নিয়ে বসিয়ে দিচ্ছে তার পরে আর সরানো যাচ্ছে না। নিজেরাই বসাবেন, তার পরে বুলডোজ়ার চালাবেন, তা হবে না।”
আরোও পড়ুন : ‘ভারত হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত’ বিজেপিকে নিশানা করে যা বললেন অমর্ত্য সেন! তোলপাড়
মমতা আরোও বলেন, “আমি বলব, আপনারা লোভ সংবরণ করুন। জীবনধারণের জন্য যেটুকু দরকার সেটুকুতেই সন্তুষ্ট থাকুন। কিন্তু তা হচ্ছে না।” পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল। গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে। মনে রাখবেন, আমার দল টাকা চায় না। তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে, তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে। কাউকে ছাড়ব না।”
এবার বেআইনি কাজ হলে পুলিশ কিংবা জেলাশাসক, কাউকেই রেয়াত করা হবে না বলে সাফ জানালেন মুখ্যমন্ত্রী। তবে হকারদের আবারও এক মাস সময় দিলেন তিনি। এখনই যাতে হকারদের উচ্ছেদ করা না হয় তারও পরামর্শ দিলেন। হকারদের প্রতি মুখ্যমন্ত্রী জানান, এই এক মাসের মধ্যে যাতে নিজেদের দোকানপাট তারা গুছিয়ে নিতে শুরু করেন এবং রাস্তা পরিষ্কার করেন।