বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকেই খবরে শিরোনামে উঠে এসেছে একটাই নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় তার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রসঙ্গকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ‘ছোটভাই’ স্বপনকে (যিনি বাবুন নামে পরিচিত) ‘ত্যাজ্য’ বলে ঘোষণা করে দিয়েছেন মমতা।
কড়া ভাষায় মমতা বলেন, ‘আমাদের পরিবারে প্রায় ৩২ জন সদস্য আছে। আমাদের কেউ এরকম বাবুনের মতো ‘লোভী’) নয়। এটায় (বাবুনের ঘটনায়) সবাই খুব ক্ষুব্ধ। আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন। ওকে আমার পরিবারের সদস্য বলে মনে করি না। আজ থেকে সব সম্পর্ক (ছিন্ন করলাম)।’
আরোও পড়ুন : রাজ্যে নয়া স্বাস্থ্যসাথী কার্ড, বিশাল সুবিধা পাবেন এরা! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
আর মমতার পরিবারে কে কে আছেন, তা দেখে নিন।
১) মুখ্যমন্ত্রীর দাদার নাম হল অজিত বন্দোপাধ্যায়।
২) অসীম বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মুখ্যমন্ত্রীর মেজোভাই। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আকাশ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তার ছেলে। অর্থাৎ মমতার ভাইপো হচ্ছে আকাশ। ২০২৩ সালে বান্ধবী উপাসনার সঙ্গে আকাশের বিয়ে হয়েছে।
৩) মমতার ভাই হলেন গণেশ বন্দ্যোপাধ্যায়।
আরোও পড়ুন : কপাল খুলতে চলেছে কর্মপ্রার্থীদের! এবার বাঁকুড়ায় হবে চাকরি, ইন্টারভিউতে পাশ করলেই বাজিমাত
৪) মমতার ভাই হলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। তাঁর ভালো নাম হল সমীর বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী হলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। যিনি কলকাতা পুরনিগমের কাউন্সিলর। কার্তিকদের ছেলে হলেন আবেশ বন্দ্যোপাধ্যায়। মাসকয়েক আগেই দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হয়েছে। আবেশ হলেন মমতার ভাইপো।
৫) মুখ্যমন্ত্রী আরেক ভাইয়ের নাম হচ্ছে অমিত বন্দ্যোপাধ্যায়। লতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী। অমিত আর লতার ছেলেই হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বীমা বন্ধনে আবদ্ধ হয়েছেন রুজিরা নারুলার সাথে। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।
৬) মমতার ‘ছোটভাই’ হলেন স্বপন বন্দ্যোপাধ্যায় বা বাবুন। তার সঙ্গে আজ সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন মমতা।
বল বাহুল্য মুখ্যমন্ত্রী অবশ্য কোনদিনই রক্তের সম্পর্ককে মাত্রাতিরিক্ত প্রাধান্য দেননি। তৃণমূল সুপ্রিমো মমতার কথায়, ‘আমি যেদিন থেকে পার্টি করি, কোটি-কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমি একবার নয়, লাখ-লাখ বার বলেছি যে আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মা-মাটি-মানুষের পরিবার।’