ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মমতাকে টার্গেট! পুরনো চিঠি শেয়ার করে তোলপাড় ফেলে দিলেন রিজিজু

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের নারী নিরাপত্তা। প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নারী নির্যাতন রুখতে কড়া বিল আনার কথা ঘোষণা করেন। সেই মতো মঙ্গলবার রাজ্য বিধানসভায় পেশ করা হয় অপরাজিতা বিল। এরপরেই সমাজমাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

  • মমতাকে (Mamata Banerjee) খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর

বর্তমানে কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রী হলেন রিজিজু (Kiren Rijiju)। তিনি যখন আইনমন্ত্রী ছিলেন, সেই সময় মমতাকে একটি চিঠি লিখেছিলেন। বুধবার সেই চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী এবং শিশুদের দ্রুত বিচারের ক্ষেত্রে নিজের সবচেয়ে পবিত্র দায়িত্ব যেভাবে উপেক্ষা করেছিলেন, আমি তাতে দুঃখিত। ২০২১ সালে লেখা এই চিঠি সেটাই স্পষ্টভাবে তুলে ধরছে। ২০১৮ সালে ধর্ষণের মতো নারকীয় অপরাধের মোকাবিলা করতে সংসদে একটি কঠোর আইন পাশ করা হয়। রাজ্য সরকারকে অবশ্যই কাজ করতে হবে!’

  • চিঠিতে কী লেখা রয়েছে?

২০২১ সালের লেখা এই চিঠি শেয়ার করে রিজিজু স্মরণ করিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের জন্য ১২৩টি স্পেশ্যাল ফাস্ট ট্র্যাক কোর্ট অনুমোদিত। তবে সেগুলির জন্য রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে সম্মতি পাওয়া বাকি রয়েছে, সেটা জানিয়ে তখন চিঠি পাঠান তিনি। রাজ্য সরকার যাতে সেগুলিতে সম্মতি প্রদান করে, মুখ্যমন্ত্রীকে সেই অনুরোধ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে বিরাট মোড়! সন্দীপদের পর CBI স্ক্যানারে আরও ৪! এবার ‘ফাঁসবে’ কারা?

গতকাল বিধানসভায় অপরাজিতা বিল পেশের সময় ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে বক্তব্য রাখেন মমতা (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্টের টাকা আগে কেন্দ্র বহন কোর্ট। তবে ২০১৩ সাল থেকে সেই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে আমাদের রাজ্য ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। মহিলাদের জন্য ৫২টি বিশেষ আদালতে রয়েছে’। তিনি বলেন, এই কোর্টগুলিতে এখনও অবধি ৩ লক্ষ ৯২ হাজার ৬২০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩ লক্ষ ১১ হাজার ৪৭৯টি মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে।

Mamata Banerjee Aparajita Bill

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই এবার ৩ বছর পুরনো একটি চিঠি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। সেই চিঠির ছবি শেয়ার করে মমতাকে (Mamata Banerjee) তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের মুখোশ খুলে দেওয়া জন্য সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে ধন্যবাদ’।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর