হঠাৎ হাসপাতালে ছুটলেন মমতা, কী হয়েছে মুখ্যমন্ত্রীর?

বাংলা হান্ট ডেস্কঃ দুদিন আগেই ছোটখাটো অপারেশন করিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে বুধবার বিকেলে আচমকা নিউটাউনের এক বেসরকারি চক্ষু হাসপাতালে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত হাসপাতালেই ছিলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে নিজের চোখ দেখানোর জন্যই ওই হাসপাতালে গিয়েছিলেন মমতা। যদিও ঠিক কী সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী হাসপাতালে ছোটেন তা জানা যায়নি। উল্লেখ্য, চোখে পাওয়ার রয়েছে মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন ধরেই উনি চশমা পড়েন। চোখ ছাড়াও এর আগে একাধিক বার নানা সমস্যা নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে মমতাকে।

   

গত বছর রাজ্যে শিল্প আনতে বিদেশ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীর্ঘ সফর সেরে কলকাতার পায়ের চিকিৎসা করাতে হাসপাতালে যান মাননীয়া। সেই সময় বা পায়ে অস্ত্রোপচার হয় মমতার। বহুদিন বেড রেস্টে থাকতে হয়েছিল মমতাকে।

Mamata Banerjee

আরও পড়ুন: এক ধাক্কায় ২ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, পুজোর আগেই জয়েনিং

শেষ পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের উত্তরবঙ্গে গিয়ে দুর্যোগের কবলে মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাঁ হাঁটুর লিগামেন্টে চোট নিয়ে বহুদিন ভুগেছেন মমতা।এদিকে লোকসভা ভোটের কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। সেই সময় সেলাইও পড়েছিল কপালে। এবার ভোট মিটতে চোখ দেখাতে নিউটাউনের চক্ষু হাসপাতালে গেলেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর