পার্থর বিরুদ্ধে ভয়ানক অভিযোগ, ED-CBI নয়! এবার FIR করল খোদ মমতার সরকার

বাংলা হান্ট ডেস্ক : ED-CBI নয়, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee) বিরুদ্ধে অভিযোগ খোদ শিক্ষা দফতরের। পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির নেপথ্যেও রয়েছেন তিনি। এই মর্মেই দায়ের হল অভিযোগ। যদিও এই FIR দায়ের করা এতটাও সহজ ছিলনা বলে দাবি শিক্ষা দফতরের। প্রথমে নাকি অভিযোগই নিতে চায়নি থানার আইসি‌। তবে বিচারপতি কড়া বার্তা দিতেই FIR গ্রহণ করা হয়।

উল্লেখ্য যে, বেশকিছুদিন আগেই পাহাড়ে নিয়োগ দুর্নীতির সাথে নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষা দফতরের তরফে থেকে একাধিকবার FIR ও করতে যাওয়া হয় বলে খবর। যদিও সেই FIR নাকি নেওয়া হয়নি। তবে এইদিন বিচারপতি বিশ্বজিৎ বসু ধমক দিতেই কাজ হয়। রীতিমত ভোকাল টনিকের মত কাজ করে বিচারপতির ভর্ৎসনা।

সূত্রের খবর, এই FIR এ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাংসহ ৮ জনের। অভিযোগ, পাহাড়ে প্রায় ৭০০ শূন্যপদে নিয়োগে বেলাগাম জালিয়াতি হয়েছে। আর এই সবটাই হয়েছে নাকি পার্থর চট্টোপাধ্যায়ের মদতে। কিছুদিন আগে এই বিষয়ে একটি বেনামি চিঠিও পৌঁছায় বিশ্বজিৎ বসুর কাছে।

গত বুধবার রহস্যময় এই চিঠির বক্তব্যের উপর ভিত্তি করেই বিচারপতি পাহাড়ে হওয়া দুর্নীতির তদন্তের নির্দেশ দেন সিবিআইকে। আগামি ১৫ দিনের মধ্যে রিপোর্টও জমা দিতে বলেন। সেই ঘটনার মাঝেই এবার সোজাসুজি FIR দায়ের করল শিক্ষা দফতর। তারপর থেকেই তোলপাড় হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। বিরোধীদের দাবি, মূলত মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিককে বাঁচাতেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও ছোটখাটো নেতাদের কাঁধে বন্দুক গুলি চালানোর চেষ্টা করছে শাসকদল।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর