বাংলাহান্ট ডেস্কঃ গত ১০ মার্চ নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিতে গিয়ে বাঁ পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। তারপর থেকেই কলকাতায় ফিরে ‘কয়েক ঘন্টা’ বিশ্রাম নিয়ে ফের লড়াইয়ের ময়দানে নেমে পড়েন তিনি। ‘প্লাস্টার পায়ে’ ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। যা নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এবার সেই প্লাস্টার কবে খোলা হবে তা নিজেই খোলসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নদীয়ার (Nadia) কৃষ্ণনগরের দক্ষিণ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে যোগদেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখানে তিনি জানান, ‘চিকিৎসকদের অনুরোধ করেছিলাম প্লাস্টার কেটে দেওয়ার জন্য, কিন্তু রাজি হন নি, তাই প্লাস্টার নিয়েই ভোট প্রচার করতে হচ্ছে। বলেছিলাম, একটু কষ্ট হবে কিন্তু তাও চালিয়ে নেব।’ তারপর তিনি এও বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে আরও এক সপ্তাহ রাখতে হবে প্লাস্টার। তাই বলা যেতে পারে সপ্তম দফার (WB Assembly Poll 2021) দোরগোড়ায় মুখ্যমন্ত্রীকে ফের চেনা ছন্দে দেখা যেতে পারে।
অন্যদিকে, কৃষ্ণনগরের (Krishnanagar) সভামঞ্চ থেকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি ও প্রধান মন্ত্রীকে একহাত নেন তিনি। এদিন মোদীকে (Narendra Modi) নোটবন্দী – করোনা টিকা থেকে লকডাউন নিয়ে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ ‘মিথ্যা’ বলেছেন মোদী। এমনকি তিনি এও দাবি করেন, ‘সবাই এখন প্রধানমন্ত্রীকে ‘মিথ্যাবাদী প্রধানমন্ত্রী’ বলে ডাকছেন। পাশাপাশি এদিন ফের ক্ষমতায় ফিরে তিনি কি কি করবেন, তা আরও একবার স্মরণ করিয়ে দেন রাজ্যবাসীকে।
অন্যদিকে মমতার এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্রও (Mohua Moitra)। এদিন মমতার সভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে বাড়িতে বসেই কাজ করছেন বলে জানান মমতা। এবং শেষে এবারের হাইভোল্টেজ নির্বাচনের ট্রেন্ডি সং ‘খেলা হবে’ বলে আরও একবার ডাক দেন তৃণমূল সুপ্রিমো।