বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে রাজ্যের বিধায়কদের বেতন বাড়িয়ে (Salary Hike) দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত বিধায়কের বেতন বাড়বে। একবারে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মমতা। এতদিন মাসি ১০ হাজার টাকা বেতন পেয়ে এসেছেন রাজ্যের বিধায়করা। তবে এবার (১০+৪০) গিয়ে দাঁড়ালো ৫০ হাজার। এবার থেকে মাসিক ৫০ হাজার টাকা করে বেতন পেতে চলেছেন রাজ্যের বিধায়করা।
পাশাপাশি মুখ্যমন্ত্রী গতকাল জানান, আগের মতই তিনি বিধায়ক-মন্ত্রী হিসেবে বেতন নেবেন না। বলতে গেলে প্রতীকী ভাবে ১ টাকা বেতনও নেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিধানসভার অধিবেশনের পর নিজের ঘরে মুখ্যমন্ত্রী ঘরোয়া আলাপচারিতায় বলেছেন, প্রাক্তন সাংসদ হিসেবে মাসিক ১ লক্ষ টাকা পেনশন পান তিনি।
এছাড়াও বিধায়ক হিসেবে বেতন পান মমতা। যদিও সেসবের কোনোটাই তিনি গ্রহণ করেন না। তাহলে কীভাবে দিন চলে তার? এই বিষয়ে এর আগেই বহুবার জানিয়েছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময় বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন তার নিজের লেখা বই থেকে তিনি যে রয়্যালটি পান তা দিয়েই তার ভালোমতো চলে যায়।
আরও পড়ুন: কিছুক্ষণেই রাজ্য কাঁপাবে ঝড়-বৃষ্টি! একজোটে ১৩ জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া অফিস
তবে এবার সেখানেও সমস্যা। সূত্রের খবর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘরোয়া আড্ডায় জানিয়েছেন, প্ৰতি বছর বইয়ের রয়্যালটি (Book royalty) বাবদ প্রকাশকদের কাছ থেকে তিনি যত টাকা পেতেন, তার পরিমাণও এবার কমে গিয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবছর রয়্যালটি বাবদ ১০ লক্ষ টাকা কম পেয়েছেন তিনি। যার মানে তার রায় বেশ অনেকটাই কমে গিয়েছে। ওদিকে বইয়ের পাশাপাশি নিজের আঁকা ছবি বিক্রি করেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু টাকা উপার্জন করেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সেসব টাকা তিনি দান করে দিয়েছেন।
আরও পড়ুন: বিদেশ সফরের আগেই মমতার মন্ত্রিসভায় রদবদল! কারা হারাবেন পদ? নজরে দুই হেভিওয়েট
মমতা নাকি আরও বলেন, এখন তো আর ছবিও বিক্রি করা যাবে না। ওরা সবকিছু নিয়ে প্রশ্ন তোলে। তাই সব দান করে দিয়েছি। কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেল কর্তৃপক্ষকে ৫০টি ছবি দান করবেন মুখ্যমন্ত্রী। তবে একধাক্কায় এত পরিমাণ আয় কমে যাওয়াতেও মুখ্যমন্ত্রী বিশেষ চিন্তিত নন বলেই জানা গিয়েছে। এর প্রধান কারণ মুখ্যমন্ত্রীর জীবনযাপন অত্যন্ত সাধারণ। খাওয়া-দাওয়া, পোশাক থেকে শুরু করে সবই সাদামাটা। তাই এর জন্য মুখ্যমন্ত্রীর আয় কমলেও স্বল্প আয়েই তার চলে যাবে।