বাংলাহান্ট ডেস্কঃ দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলায়। এই লড়াইয়ের ময়দানে অনেকটাই পিছিয়ে রয়েছে সংযুক্ত মোর্চা। বিভিন্ন রাউণ্ডের গণনা শেষে কোথাও এগিয়ে রয়েছে তৃণমূল আবার কোথাও বিজেপি। এসবের মধ্যে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।
দিলীপ ঘোষের কথায়, ‘ভোট গণনার মধ্যে উত্থান-পতন চলছে। ক্রমশ পেছনের দিকে যাচ্ছে তৃণমূল। বিজেপি ঠিক দিকেই এগোচ্ছে। তবে ৫০ শতাংশ গণনা না হলে এখনই কিছু বলা সম্ভব নয়’।
বিভিন্ন জায়গায় এখনও অবধি বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল শিবির। কিন্তু হেভিওয়েট নন্দীগ্রামে বেশকিছুটা ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, ‘নন্দীগ্রামের মানুষ শুভেন্দুকেই পছন্দ করে। ওনাকে নিয়ে অঙ্কে আশাও ছিল আমাদের’।
অন্যদিকে কলকাতায় বেশ ভালো অবস্থানেই রয়েছে তৃণমূল শিবির। এই পরিস্থিতিতে মালদা-মুর্শিদাবাদের গণনার হার দেখে বেশকিছুটা আশাবাদী রয়েছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। জানা গিয়েছে, গণনা চলার মধ্যে এখনও অবধি আনুষ্ঠানিকভাবে কোনও বার্তা দেননি তৃণমূল নেত্রী। তবে নন্দীগ্রামে পিছিয়ে থাকলেও, এখনই ভরসা হারাচ্ছেন না তিনি। এখনও অনেক রাউন্ড বাকি আছে- বলে তৃণমূলের দাবি।
প্রসঙ্গত, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, অন্যদিকে পিছিয়ে রয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ। পাণ্ডবেশ্বরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে রাজারহাটে এগিয়ে রয়েছেন তাপস চট্টোপাধ্যায়। খড়গপুরে এগিয়ে অভিনেতা হিরণ চ্যাটার্জি এবং চন্ডিতলাতে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্ত। অন্যদিকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।