বাংলাহান্ট ডেস্কঃ এক সুপ্ত বদলা নেওয়ার অভিযোগ উঠল কলকাতার (kolkata) ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্ধোধনী অনুষ্ঠানে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সেক্টর ফাইভ স্টেশন থেকে রেলমন্ত্রী পীযূষ গয়াল (Piyush Vedprakash Goyal) উদ্ধোধন করবেন এই মেট্রো পরিষেবা। রাজ্যের বিভিন্ন গুণীজন এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এই অনুষ্ঠান থকে বাদ পড়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনা একবার মনে করিয়ে দিল ২০০৯ সালের মেট্রো উদ্ধোধনের ঘটনাকে। যেখানে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেট্রো উদ্ধোধন অনুষ্ঠানে নিমন্ত্রণই জানাননি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee)।
টালিগঞ্জ থেকে গড়িয়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা মেট্রোপথের সূচনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী সকলেই। কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানাননি শুধু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুকে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন তৎকালীন বামপন্থী নেতারা। সেই ঘটনাকেই আরও একবার মনে করিয়ে দিল এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্ধোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসুকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হলেও, মুখ্যমন্ত্রী এবং নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে তৃণমূল বাহিনী কেন্দ্রের নিন্দায় সরব হয়েছেন।
এই ঘটনা প্রসঙ্গে মুকুল রায় বলেন,”এটাতো ইতিহাসের পুনরাবৃত্তিমাত্র! মমতা বন্দ্যোপাধ্যায় তো সেদিন রেলমন্ত্রী থাকাকালীন টালিগঞ্জ থেকে গড়িয়া বাজার মেট্রোর সম্প্রসারণে ডাকেননি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেক্ষেত্রে এটা ওনার সঙ্গে হওয়াটা কিছু অস্বাভাবিক না।”
উদ্ধোধনের পর ট্রেন চলবে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী পর্যন্ত। পরবর্তি দিন থেকে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছটি স্টেশনে চলবে এই পরিষেবা। ট্রেন চলবে ২০ মিনিট অন্তর অন্তর।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার