২০২৪-এর নির্বাচনকে পাখির চোখ করে লোকসভায় বড়সড় বদল আনতে চলেছেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ কথা মত ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু করার ব্যবস্থা করতে শুরু করেছে তৃণমূল (tmc)। দলের যেসকল নেতৃত্বরা একাধিক পদে রয়েছেন, এবার তাঁদের যে কোন একটি পদে বহাল রেখে, অন্যদের সেই জায়গায় স্থান দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে সবুজ শিবির। তবে এই কাজ করতে কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন দলীয় শীর্ষ নেতৃত্বরা।

নির্বাচন পরবর্তীতে লোকসভা ও রাজ্যসভায় শীঘ্রই ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালুর লক্ষ্যে রয়েছে তৃণমূল। আগামী ১৯ শে জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই তৃণমূল এই বদলের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি সর্বক্ষণ যে নেতৃত্বরা দলের পাশে ছিলেন, তাঁদের গুরুত্ব ও স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনাও করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee), এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

tmc flag 759

সূত্রের খবর, একাধারে লোকসভার তৃণমূলের দলনেতা এবং খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি বাস্তবায়িত করার জন্য এই দুই পদের যে কোন একটি ছেড়ে দিতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আর সেই জায়গায় পদ পেতে পারেন প্রবীণ নেতা সৌগত রায় (Saugata Roy)।

আবার দলের মুখ্য সচেতক পদ থেকে পদোন্নতি করিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Bandyopadhyay) উপনেতা করা হতে পারে বলেও জানা গিয়েছে। আর তাঁর পুরনো জায়গায় বহাল হতে পারেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh dastidar)। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভায় দলের নেতা, উপনেতা এবং মুখ্য সচেতক পদেও বদল আনতে পারে সবুজ শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর