ডাক্তারদের দাবিতে শীলমোহর! সিপি সহ কাকে কাকে সরাচ্ছেন মমতা? এল ফাইনাল আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ আন্দোলনের ৩৬তম দিন। দীর্ঘ ঠান্ডা লড়াইয়ের পর সোমবার কালীঘাটে ম্যারাথন বৈঠক। তখনই বেশ কিছু জিনিস স্পষ্ট হতে শুরু করে। ঘড়ির কাঁটায় রাত ১১টা ৫১। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) সঙ্গে বৈঠক শেষে কালীঘাটে বাড়ির সামনে সাংবাদিক বৈঠক করে বৈঠকের নির্যাস তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী জানান, “আমরা উভয়পক্ষই খুশি। বিস্তারিত আলোচনা হল। ওরা ওদের বক্তব্য রেখেছে, আমরাও আমাদের বক্তব্য রেখেছি। ওদের পাঁচটা ডিমান্ডের মধ্যে একটা দাবি বিচারাধীন, সেটা সিবিআই তদন্ত করছে। বাকি চারটের মধ্যে তিনটে আমরা মেনে নিয়েছি।”

মমতার কথায়, “ওদের ৯৯ শতাংশ দাবি মানা হয়েছে। আর কী করব! জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আবেদন করেছি। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। ম্যালেরিয়া, ডেঙ্গি হচ্ছে। এই অবস্থায় ওঁরা কাজে ফিরুন। আবেদন করেছি। মানুষের কাছে ডাক্তার ভগবান। আপনারা প্লিজ কাজে যোগ দিন।’’

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে জুনিয়র চিকিৎসকদের অধিকাংশই চাইছিল তা স্পষ্ট ছিল। প্রথম দিন থেকে যে পাঁচ দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চলছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ।

ডাক্তারদের দাবিতে শীলমোহর দিয়ে সিপি বিনীত গোয়েলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা। ডিসি (নর্থ) অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকেরও পদত্যাগের দাবি ছিল। সেই সকল দাবি মেনে নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “আমরা ছাত্রদের কথাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।”

WhatsApp Image 2024 09 17 at 09.45.20

তবে মানা হয়নি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের দাবি। মমতা বলেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। কোর্টের শুনানির শেষ হলে বিকেল ৪টার পর পুলিশে আরও কিছু রদবদলের কথা মুখ্যসচিব জানিয়ে দেবেন। সিপির অপসারণ নিয়ে মমতা বলেন, “বিনীত যেখানে কাজ করতে চেয়েছে ওকে সেখানেই দায়িত্ব দিয়েছি।”

Mamata Banerjee meeting in Kalighat house with junior doctors RG Kar case

আরও পড়ুন: পুজোর আগেই লাফিয়ে বাড়বে বেতন! তবে পাবেন শুধু এই সকল সরকারি কর্মীরা, বিরাট আপডেট

পাশাপাশি রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুরক্ষা এবং পরিকাঠামোর উন্নয়নেরও আশ্বাস দিয়েছেন মমতা। ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। এ বিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর