বাংলাহান্ট ডেস্ক : শীর্ষ আদালতের এক রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় যোগ্য অযোগ্য আলাদা করা না যাওয়ায় ২০১৬ র গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চোখের সামনে এ বছরের পরিশ্রম, স্বপ্ন সবকিছু ধুলোয় মিশে যেতে তীব্র প্রতিবাদ করেছিলেন ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী তখন আশ্বাস দিয়েছিলেন, যাঁরা যোগ্য তাঁদের পাশে থাকবেন। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সুপ্রিম কোর্ট সাড়া দিতেই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চাকরিহারা শিক্ষকদের (SSC Scam) উদ্দেশ্যে বার্তা মমতার
এসএসসি (SSC Scam) চাকরি বাতিলের মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে রায়ে কিছু সংশোধন এনেছে সুপ্রিম কোর্ট। যাঁরা ‘দাগি’ নন তাঁদের আপাতত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। ৩১ শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে (SSC Scam) নির্দেশ দিয়েছে আদালত। সাময়িক স্বস্তি পেতেই নবান্ন থেকে চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ডিসেম্বর পর্যন্ত আপাতত স্বস্তি: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমি বলেছিলাম যে আমি দেখব, চাকরিহারাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করছি, এ বছরের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না”। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। শিক্ষকদের বেতন কীভাবে দেওয়া যায় তা নিয়ে চিন্তা ছিল। তিনি বিকল্প পথ বলে দিয়েছিলেন।
আরো পড়ুন : বাড়িতে এসে শাসিয়ে গিয়েছে পুলিশ! চাকরিহারাদের নিয়ে গান বেঁধে ঘরছাড়া শিল্পী
শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর: যদিও ‘দাগি’ নন এমন শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে রায়ে কিছুটা সংশোধন করলেও শিক্ষাকর্মীদের (SSC Scam) ক্ষেত্রে আগের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যা করার করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। সরকারের প্রতি ভরসা রাখার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন : BANGLAHUNT EXCLUSIVE: বাংলা হান্টের খবরেই সিলমোহর, আগামীকালই বিয়ে দিলীপ ঘোষের! কোথায় হবে অনুষ্ঠান?
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ৩১ শে মে এর মধ্যেই রাজ্য এবং এসএসসিকে (SSC Scam) নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি করতে হবে। এই মর্মে হলফনামাও জমা দিতে হবে সরকারকে। যদিও আইনজীবীরা স্পষ্ট করেছেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশই বহাল রয়েছে। অর্থাৎ কেউ যদি ভেবে নেন যে চাকরি রয়ে গিয়েছে, সেটা ভুল। পড়ুয়াদের কথা ভেবেই যাঁরা ‘দাগি’ নন এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।