রাজ্যে কতগুলি আসন পাবে বিজেপি, নিজেই বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম দফার নির্বাচনের দিন ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট দিয়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। এরপর তিনি কলকাতায় মিনার্ভা থিয়েটারে দলীয় প্রার্থীদের প্রচারে গিয়ে বিজেপি রাজ্যে কতগুলি আসন পাবে, তা জানিয়ে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বাহিনীর সাহাজ্য নিয়ে বিজেপি টেনেটুনে ৮০ আসন পাবে। তিনি বলেন, রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূলই ক্ষমতায় আসছে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বাংলায় এবার কিছু করতে পারবে না। ২০১৯-এ আমরা অনেক সহ্য করেছি, কিন্তু এবার আর সহ্য করব না। মুখ্যমন্ত্রী এও বলেন যে, কমিশন বিজেপি হয়ে কাজ করছে আর ওনার কাছে তাঁর যথেষ্ট প্রমাণও আছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ রাজ্যে করোনা বাড়ার জন্য নরেন্দ্র মোদী আর কমিশন দায়ী।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচন কমিশন এখন বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছে।” এছাড়াও মুখ্যমন্ত্রী রাজ্যে করোনার ছড়ানোর দায় কেন্দ্রীয় বাহিনীর উপরেও চাপান। তিনি বলেন, অনেকবার বলা সত্বেও বাহিনীর করোনা পরীক্ষা হয়নি। ভোট হয়ে গিয়েছে, তাও ওদের রাজ্যে রেখে দেওয়া হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর