তিন বছর আগে মমতাকে বিদ্রুপ! ২৫ এ এসে ইউটিউবারকে নিয়ে বিরাট রায় হাইকোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অন্য নেতাদের নিয়ে ইউটিউবে (YouTube) সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য এবং উপহাস করার অভিযোগে ফৌজদারি মামলা হয়েছিল সৌরভ পাল নামক ব্যক্তির বিরুদ্ধে। ২০২২ সালে হওয়া সেই মামলা এদিন খারাজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

যা বলল হাইকোর্ট- Calcutta High Court

হাইকোর্ট সূত্রে খবর, কেস ডায়েরিতে প্রাপ্ত তথ্য অত্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করার পর প্রাথমিক দৃষ্টিতে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ও পর্যাপ্ত কিছু পাওয়া যায়নি। তাই অভিযুক্তের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়া অর্থহীন বলে জানিয়ে মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত জানায়, কোনও প্রমাণ ছাড়াই কেবল চার্জশিট দাখিল করলেই পিটিশনারের বিরুদ্ধে বিচার চালিয়ে যাওয়া সঠিক হবে না।

এদিন বিচারপতি অজয় কুমার গুপ্তার (Justice Ajay Kumar Gupta) রায়ে জানান, যদি ওই মামলার শুনানি চলতে থাকে তাহলেও অভিযুক্তের সাজা হওয়া অসম্ভব। এক্ষেত্রে শুধুমাত্র অভিযুক্তকে হেনস্থা করা হবে। তাই এই ফৌজদারি মামলা চলতে দেওয়া অনুচিত। এরপরই সেটি খারিজ করে দেওয়া হয়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে অভিযোগটির সূত্রপাত হয়। মামলা দায়ের হয় ২০২২ সালে। অভিযুক্ত সৌরভ পাল (Sourav Pal) ও অন্যান্যরা মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্যদের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিদ্রুপ ও আপত্তিকর মন্তব্য করে শান্তিভঙ্গ করার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল সামাজিক শৃঙ্খলা নষ্ট করারও।

Calcutta High Court

আরও পড়ুন: দর্শক টানতে “মোক্ষম” চাল, স্টার জলসাই আনছে “প্রথম” বার! প্রোমো আসতেই শোরগোল ফেলে দিল নতুন সিরিয়াল

সেই মামলাই এদিন খারিজ করে আদালত জানাল, যে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল সেই মোবাইল থেকেই আপত্তিকর ভিডিও তৈরি হয়েছিল কি না, তার প্রমাণ নেই। বিতর্কিত ভিডিওর কোনও চিত্র বা শব্দ পেশ হয়নি বলে জানিয়েছে আদালত।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X