পুজোয় মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম, প্রকাশ্যে এল শুভমুক্তির দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র। দীর্ঘ লড়াইয়ের পর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন। কিন্তু রাজনীতির বাইরেও তার একটা আলাদা পরিচয় রয়েছে। তিনি শিল্পী। একাধারে কবিতা লেখা, গান লেখা ও সুর আরোপ করাও তাঁর অন্যতম একটি বৈশিষ্ট্য।

অতীতে মুখ্যমন্ত্রীর লেখা বহু বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন সেগুলি বেস্ট সেলার তকমাও পেয়েছে। অন্যদিকে বেশ জনপ্রিয় হয়েছে মুখ্যমন্ত্রী লেখা কিছু গানও। সম্প্রতি টেলি একাডেমির পক্ষ থেকে দুটি বাংলা ধারাবাহিকের গান লেখা ও সুর দেওয়ার জন্য বিশেষ পুরস্কারেও সম্মানিত করা হয়েছে তাঁকে। যদিও মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি সেই পুরস্কার।

আরোও পড়ুন : গলায় মান্না দের গান! নাকতলার পুজো থেকে নাম মুছতেই আবেগঘন পার্থ

এবার জানা যাচ্ছে আসন্ন দুর্গাপুজোয় প্রকাশ হতে চলেছে মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম। আর মাত্র অপেক্ষার কিছুদিন। তারপরেই শুরু হবে বাঙালির প্রিয় দুর্গাপুজো। একটা সময় ছিল যখন দুর্গাপুজোর আগে প্রচুর গানের অ্যালবাম প্রকাশ হত। কিন্তু এখন আর সেই চল নেই। তবে এ বছরের পুজোয় মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম প্রকাশ হতে চলেছে।

আরোও পড়ুন : এটা INDIA-র জয়, ধূপগুড়িতে তৃণমূল জিততেই বড় মন্তব্য মমতার! খোঁচা বিজেপিকেও

গত বছরও মুখ্যমন্ত্রীর একটি গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল পুজোর সময়। মুখ্যমন্ত্রীর এবারের পুজো অ্যালবামে থাকবে ৮ টি গান। এই আটটি গানই লিখেছেন ও সুর প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে ইতিমধ্যেই রেকর্ড করা হয়ে গিয়েছে ছটি গান। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর স্পেন সফরের পর বাকি দুটি গান রেকর্ড করা হবে।

mamata 2

এই গানগুলির মধ্যে একটি গান ‘হ্যাপি বার্থডে’ এর বাংলা ভার্সন হতে চলেছে। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই গানের অ্যালবাম প্রকাশ হতে পারে মহালয়ার দিন। এই অ্যালবাম সম্পর্কে ইন্দ্রনীল সেন বলেছেন, “সেদিন আমি চন্দননগর যাচ্ছিলাম। স্কটল্যান্ড থেকে আচমকা দিদির ফোন পাই। এরপর ভদ্রেশ্বরে গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে সেই গান রেকর্ড করে পাঠিয়ে দিই দিদিকে।”