রাতের শহরে জোরদার হবে নিরাপত্তা! এই ক্ষেত্রে ‘নতুন’ নিয়োগের নির্দেশ দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনে কলকাতার রাজপথে ব্যাপক হারে বেড়েছে দুর্ঘটনা। যার জেরে অকালেই ঝরছে বহু প্রাণ। বিশেষ করে রাতের শহরে দুর্ঘটনার পাশাপাশি ঘটে চলেছে নানান অনভিপ্রেত ঘটনা। এবার এই ধরনের দুর্ঘটনায় রাশ টানতে কড়া নির্দেশ দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পুলিশ প্রশাসনকে বিরাট নির্দেশ মমতার (Mamata Banerjee)

সোমবার নবান্নের সভাঘরে শিল্প সংক্রান্ত একটি বৈঠকে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তাঁর নির্দেশ জাতীয় সড়কের নিরাপত্তায় পর্যাপ্ত নজরদারি এবং সেইসাথে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। একইসাথে ট্র্যাফিক সংক্রান্ত বিষয়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকা গুলিতেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত গত ২৩ ফেব্রুয়ারি জাতীয় সড়কের ওপর ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায় (২৭)। যা নিয়ে ইতিমধ্যেই বিস্তর সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে এপ্রসঙ্গে এদিন একটিও শব্দ খরচ না করলেও, পুলিশের উদ্দেশ্যে সড়ক নিরাপত্তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান, সেদিনের ওই দুর্ঘটনাই মুখ্যমন্ত্রীর এই নির্দেশের নেপথ্য কারণ।

আরও পড়ুন: রিপিট হয়নি ২০১৫ সাল থেকে! কেমন হল উচ্চ-মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন?

রাতের শহরে নিরাপত্তা বাড়ানোর প্রসঙ্গে তিনি জানিয়েছেন ট্র্যাফিক ব্যবস্থাপনায় নোডাল অফিসার নিয়োগ করতে হবে। দিন এবং রাতের ব্যবস্থাপনায় নজর রাখাই হবে তাঁদের কাজ হবে। একইসাথে মমতা এদিন জানিয়েছেন, ‘ওয়াচ-টাওয়ারের সংখ্যা আরও বাড়াতে হবে। সেখান থেকেই রাতে নজরদারি চালাতে হবে। ব্ল্যাক-স্পটগুলি অৰ্থাৎ দুর্ঘটনাপ্রবণ চিহ্নিত এলাকাগুলিতে থাকতে হবে সিসি ক্যামেরা।’

Nabanna

প্রশাসনিক সূত্রে খবর, পূর্ত এবং পরিবহণ দফতরের সাথে যৌথ ভাবে এই ‘ব্ল্যাক স্পট’ নির্ধারণ করে পুলিশ। সাধারণ যাত্রীরা যাতে ওই জায়গাগুলি নিরাপদে পার হতে পারেন, তাই তাঁদের সুরক্ষার জন্য ওই এলাকায়  পর্যাপ্ত ব্যবস্থা থাকার কথা। সেই কাজ যাতে আরও দক্ষতার সাথে করা হয়, এদিন সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

২৩ ফেব্রুয়ারি নৃত্যশিল্পীর মৃত্যুর ঘটনার পর থেকে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজ্যের নিরাপত্তা নিয়ে। প্রসঙ্গত আগেও রাতে পুলিশের  টহলদাড়ির ব্যবস্থা চালু করেছিল রাজ্য সরকার। সে জন্য পুলিশের বিশেষ বাহিনী এবং গাড়িও প্রস্তুত হয়েছিল। কিন্তু তার পরেও কেন এমন ঘটনা ঘটবে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। তাই এদিন মুখ্যমন্ত্রীর এই নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিষেশজ্ঞরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর