‘একটা সুযোগ দিন, যেমন নির্দেশ দেবেন করব’, চাকরিহারাদের হয়ে কাতর আর্তি ‘মানবিক” মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে নাজেহাল রাজ্য সরকার। শিক্ষক কেলেঙ্কারি মামলায় একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছে মহামান্য আদালত। বাতিল হয়েছে শয়ে শয়ে চাকরি। অনেক চাকরিহারা আবার আদালতের নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। বিতর্কের শীর্ষে যেখানে নিয়োগ দুর্নীতি, এই আবহেই এবার এই বিষয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার ঋষি অরবিন্দ ঘোষের জন্ম সার্ধশতবর্ষে আলিপুর জর্জেস কোর্টে আবক্ষমূর্তি উন্মোচন অনুষ্ঠানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চাকরি বাতিলের রায় প্রসঙ্গে মুখ খোলেন নেত্রী। বলেন, “সবাই তৃণমূল নয়। একজন রোজ কথায় কথায় চাকরি বাদ দিচ্ছে। কালও দুজন আত্মহত্যা করেছে। যদি কেউ ভুল করে তার দায় কেন সবাই নেবে।”

   

আদালতকে এই বিষয়ে পুনরায় ভেবে দেখারও আর্জি জানান মমতা। বলেন, “একটু ভেবে দেখবেন। কেন হাজার-হাজার ছেলে-মেয়ে সমস্যায় পড়বে? আইন অনুযায়ীই তাদের চাকরিটা ফিরিয়ে দিন। প্রয়োজনে নতুন করে পরীক্ষা নিন। যেমনটা নির্দেশ দেবেন সেই মতো কাজ করব।”

mamata

পাশাপাশি এদিন সম্প্রতি আদালতের নির্দেশে একগুচ্ছ বাতিল হওয়া চাকরি প্রসঙ্গ তুলে বেশ উদ্বিগ্ন হয়েই মুখ্যমন্ত্রী বলেন, “কালই শুনেছি দুজন আত্মহত্যা করেছে। চাকরি পেয়ে অনেকে সংসার করেছে। বাড়িতে মা, স্ত্রী আছে। হঠাৎ করে চাকরি চলে গেলে খাবে কি?”

আদালতের প্রতি কাতর আবেদন জানিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, “যারা অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু একটা সুযোগ তো দিন। এমন অন্তত ব্যবস্থা করুন যাতে তারা আবার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর