‘মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা..,’ এবার যা বললেন মমতা, জোর শোরগোল শুরু

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে জনপ্ৰিয়তার শীর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। ২০২১ সালে ক্ষমতায় আসার পরই পূর্বে দেওয়া কথা রেখে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা। সেই থেকে শুরু, দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে মমতা বলেন, মহারাষ্ট্রে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ‘মিথ্যা’ প্রচার করা হচ্ছে। বাংলা ছাড়া ভারতের আর অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না। প্রচারের জন্য শুধুমাত্র রাজনৈতিক দলগুলি মিথ্যা প্রতিশ্রুতি দেয়। প্রসঙ্গত, চলতি মাসেই মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে। তার আগে মমতার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্বাচনের আগে অন্য কোনও রাজ্যের বিষয়ে কোনও টিপ্পনী কাটতে চাই না। এ রকম মন্তব্য করা উচিতও নয়। তবে মানুষ যাতে বিজেপির বিরুদ্ধে ভোট দেয় সেটা নিশ্চই চাইব।’’ প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মহারাষ্ট্রের জোট সরকার রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিল ‘লাডকি বহিন’ প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই প্রকল্পের আওতায় মাসে মাসে মহিলাদের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়ার ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ‘বিনীত গোয়েল ফাঁসিয়েছে আমাকে’, চিৎকার সঞ্জয়ের, আর জি কর কাণ্ডে বিস্ফোরক ‘মূল’ অভিযুক্ত

এই প্রকল্পের আওতায় সে রাজ্যের মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। সম্প্রতি আবার সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা ভোটে জিতলে লাডকি বহিন প্রকল্পের আওতায় ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করে দেওয়া হবে। এদিকে এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি দিচ্ছেন বিরোধীরা।

Government of West Bengal Mamata Banerjee Government scheme

আরও পড়ুন: ভোটের মুখে বিপাকে সিতাইয়ের তৃণমূল প্রার্থী! জনস্বার্থ মামলায় বিরাট রায় দিল হাইকোর্ট

সম্প্রতি রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে প্রমুখ মুম্বইয়ে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচারের মঞ্চ থেকে আরও বড় ঘোষণা করেন। প্রতিশ্রুতি দিয়ে বলেন তারা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করা হবে। যার আওতায় মহিলাদের মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এই সবের মধ্যেই এবার কটাক্ষ করে মমতা বললেন, ‘রাজনৈতিক দলগুলি কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেয়।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর