বাংলাহান্ট ডেস্ক : বাংলার আপন সমুদ্র পর্যটন স্থল দিঘা (Digha Jagannath Temple)। কাছাকাছি হওয়ায় এবং সাধ্যের মধ্যে হওয়ায় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এবার সমুদ্র ছাড়াও আরেক আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে দিঘা (Digha Jagannath Temple)। অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন হয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরের। তবে কি এবার মূল আকর্ষণটাই সরে যাবে? নিজের পরিচয়ই বদলে ফেলবে দিঘা?
দিঘা জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে উন্মাদনা তুঙ্গে দিঘায়। উৎসবের প্রস্তুতি চলছে ওল্ড দিঘা, নিউ দিঘায়। পর্যটকদের ঢলও নেমেছে এখন থেকেই। সবদিক খতিয়ে দেখতে সোমবারই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, এই জগন্নাথ ধাম নতুন এবং পুরনো প্রজন্মের মধ্যে কৃষ্টি এবং সম্প্রীতির মেলবন্ধন হয়ে থাকবে। নির্মাতাদের প্রশংসাও করেন তিনি।
অনেক পরিবর্তন হয়েছে দিঘার: এবার কি তবে আর সমুদ্র নয়, জগন্নাথ মন্দিরের জন্যই পরিচিত হবে দিঘা (Digha Jagannath Temple)? মুখ্যমন্ত্রী বলেন, এই মন্দির দিঘার মুকুটে নতুন পালক যুক্ত করবে। আরো উচ্চ শিখরে যাবে দিঘা। পর্যটকরা ভ্রমণের পাশাপাশি তীর্থস্থানও দর্শন করে যাবে। আগেকার সময়ের কথা তুলনা করে তিনি বলেন, দিঘায় আগে কিছুই ছিল না। এখন গেট তৈরি হয়েছে, সাত কিমি বিচ তৈরি হয়েছে। আগামী দিনে দিঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন : পুরী থেকে এল পান্ডা, তিন ধাপে প্রাণ প্রতিষ্ঠা, কী কী হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে? জানুন এক ক্লিকে
একগুচ্ছ অনুষ্ঠানসূচি রয়েছে মন্দিরে: এদিকে আগামী বুধবার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধন হওয়ার কথা থাকলেও বিগত কয়েকদিন ধরেই চলছে বিভিন্ন যজ্ঞ, পুজোপাঠ। নেতৃত্বে রয়েছেন পুরীর প্রধান সেবাইত রাজেশ দ্বৈতাপতি। জানা গিয়েছে, সোমবার হবে অশ্বযজ্ঞ। আগামী কাল মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে হবে মহাযজ্ঞ। সেখানে পুরীর পান্ডা, ইসকন সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। বুধবার মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধন অনুষ্ঠানের জন্য নিজে গান লিখে সুর দিয়েছেন তিনি।
আরো পড়ুন : ভারত ‘ফোঁস’ করতেই কাঁপুনি পাকিস্তানের, যুদ্ধের আগেই ময়দান ছেড়ে পালাল ১২০০ সেনা!
এদিকে মন্দির উদ্বোধন উপলক্ষে কার্যত মানুষের ঢল নামতে চলেছে দিঘায়। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভিড়। সে কথা মাথায় রেখে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় তৎপর প্রশাসন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি রয়েছেন নিরাপত্তা ব্যবস্থা তদারকির দায়িত্বে। তবে সোমবার থেকে মুখ্যমন্ত্রী নিজেই নিচ্ছেন দায়িত্ব।