এটা INDIA-র জয়, ধূপগুড়িতে তৃণমূল জিততেই বড় মন্তব্য মমতার! খোঁচা বিজেপিকেও

বাংলাহান্ট ডেস্ক : ধূপগুড়ি লোকসভা কেন্দ্রে গতবার বিজেপি ১৯ হাজার ভোটে লিডে ছিল। সেই আসনে বিধানসভার উপনির্বাচনের পর আজ জয়লাভ করেছে তৃণমূল। ধূপগুড়িবাসীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,”ইন্ডিয়া টিমের বড় জয় এটা। মানুষ সিদ্ধান্ত নিক এভাবে, এটাই চাই আমি। ইন্ডিয়া টিম যেখানে যেখানে জিতবে, অভিনন্দন জানাব আমি।”

আজ ছিল ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফল। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় এই আসনে জয়লাভ করেছেন ৪৩৮৩টি ভোটে। উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির হাতছাড়া হল ধূপগুড়ি বিধানসভা।

আরোও পড়ুন : ভারতের একমাত্র স্টেশন যেখান থেকে মেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি সব ট্রেন! নাম জানেন?

তৃণমূলের জয়ের পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধূপগুরির মানুষদের। এই আসনে লোকসভায় প্রায় ১৯ হাজার লিড ছিল বিজেপির। এটা ওদের শক্তিশালী ঘাঁটি ছিল। এখানে একমাস ধরে পড়েছিল ওদের মন্ত্রী-নেতারা। বুক ছিল প্রত্যেকটা হোটেল।

আরোও পড়ুন : পদ্মা সেতুর উপর ট্রেন চালিয়ে নজির গড়ল বাংলাদেশ! ট্র্যাকে নেমেই কত সময় লাগল, দেখুন

একটাও জায়গা ছিল না যেখানে কেউ যেতে পারে। উত্তরবঙ্গের বড় জয় এটা। এটা সারা বাংলার জয়। লোকসভা নির্বাচনের আগে ধূপগুড়ি ছাড়াও উপনির্বাচন হয়েছে আরও সাতটি জায়গায়। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ বলেছেন, “সম্ভবত ভোট হয়েছে সাতটি আসনে। তার মধ্যে বিজেপি চার জায়গায় হেরেছে। হেরেছে উত্তরপ্রদেশের মতো জায়গাতেও।” 

tmc

পাশাপাশি তিনি আরোও জানান, “যে তিনটে জায়গায় জিতেছে তার মধ্যে দুটো ত্রিপুরায়। লড়াই করতে দেয় না কাউকে। মাত্র দুটো লোকসভা আসন রয়েছে ত্রিপুরায়। এটা বড় জয় ইন্ডিয়া টিমের। আমি চাই এভাবেই মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিক। যেখানে যেখানে ইন্ডিয়া জিতবে, ধন্যবাদ জানাব সবাইকে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর