বাংলাহান্ট ডেস্কঃ নেপালি কংগ্রেসের চতুর্দশ কনভেনশন উপলক্ষ্যে পড়শি দেশ থেকে নিমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। রোমের পর এবার নেপাল (nepal) থেকে নিমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে নিমন্ত্রণ পেলেও সেখানে মুখ্যমন্ত্রী যাবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
কিছুদিন আগেই গত ৬ এবং ৭ ই অক্টোবর রোমে শান্তি সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে নিমন্ত্রণ পেলেও, কেন্দ্র সরকারের সম্মতি না থাকায়, সেখানে উপস্থিত হতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারে নেপাল থেকে নিমন্ত্রণ পেলেও, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার অনুমতি দেবে কিনা কেন্দ্র সরকার, এখন সেটাই দেখার।
বর্তমান সময়ে ঠাসা কর্মসূচীর মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। একদিকে রয়েছে দিল্লীর মসনদ দখলের টার্গেট, আর অন্যদিকে রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় সফর। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ায় প্রশাসনিক বৈঠক রয়েছেন মুখ্যমন্ত্রীর। তারপর ১১-১২ ডিসেম্বর আবারও রয়েছে তাঁর গোয়া সফর। আর এরই মধ্যে এই নিমন্ত্রণ পেলেও, তা রক্ষা করতে পারবেন কিনা, সেবিষয়ে এখনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত জানিয়ে রাখি, নেপালি কংগ্রেসের চতুর্দশ কনভেনশন উপলক্ষ্যে নেপালের যাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মূল অনুষ্ঠান ১০-১১ ই ডিসেম্বর। অর্থাৎ আগামী ১০-১১ ই ডিসেম্বর নেপালি কংগ্রেসের কনভেনশন বসছে কাঠমান্ডু শহরে। আর সেই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থাৎ ১০ ই ডিসেম্বর নেপালে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী।