বাংলা হান্ট ডেস্কঃ শনিবার তিন ঘণ্টার টানাপোড়েন শেষে খালি হাতে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন অনেকে। সোমবার মুখ্যসচিবের তরফ থেকে পঞ্চম এবং শেষবারের জন্য বৈঠকের আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের মেল করা হয়। বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের আবাসনে উপস্থিত হতে বলা হয় তাঁদের। নবান্ন ছেড়ে কেন নিজের বাড়িতে বৈঠক ডাকলেন মমতা? এবার নিজেই জানালেন সেই কারণ।
নবান্ন নয়, কেন কালীঘাটে বৈঠক (Mamata Banerjee)?
এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) নয়, কেন তাঁর বাসভবনে বৈঠক ডাকা হল সেটা জানান তিনি। মমতা বলেন, আজ নবী দিবস। সরকারি অফিস ছুটি আছে। তবে সবাই বন্যার কাজে ব্যস্ত। তাই কালীঘাটে তাঁর বাড়িতে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তিনি যখন বাড়িতে থাকেন, তখন সেটাই সরকারি অফিস হয়ে যায়।
- আজ বৈঠক হলেই কাটবে অচলাবস্থা?
রাজ্যের ‘শেষ চেষ্টা’য় সাড়া দিয়ে ইতিমধ্যেই কালীঘাটের (Kalighat) উদ্দেশে রওনা দিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল। আজ বৈঠক হলেই সব জট কেটে যাবে? এই প্রসঙ্গে ওই সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী বলেন, একবার বৈঠক হলেই সব জট খুলে যাবে, সেটা হলফ করে বলা যায় না। তবে খানিকটা জট কাটবে বলে আশা করছেন তিনি।
আরও পড়ুনঃ মৃতদেহ উদ্ধার হওয়ার পর এই কাজ করতে চেয়েছিলেন সন্দীপ! সামনে এবার বিরাট প্রমাণ
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসক ন্যায়বিচার পান, সেটা রাজ্য সরকারও চায়। একইসঙ্গে জুনিয়র চিকিৎসকরা স্বাভাবিক কাজের পরিবেশে ফিরুক এটাও চায় সরকার। এদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই কালীঘাট পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বাসে চেপে সল্টলেক থেকে মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদল।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। এর মাঝে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে তাঁদের বৈঠক ভেস্তে গিয়েছে। আগামীকাল সুপ্রিম শুনানির আগে রাজ্যের তরফ থেকে ‘শেষ চেষ্টা’ করা হয়েছে। আজ শেষ অবধি বৈঠক হয় কিনা সেদিকেই নজর সকলের।