বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সকাল সকাল রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে নারদা কাণ্ডে গ্রেফতা করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই। এছাড়াও তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করে সিবিআই। তাঁদের দিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। আর সিবিআই-এর এই ধরপাকড় কানে যাওয়ার পর সটান নিজাম প্যালেসে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের পাশে দাঁড়াতে নিজাম প্যালেসে গিয়ে বলেন, আমাকেও গ্রেফতার করতে হবে।
এছাড়াও নিজাম প্যালেসে গিয়ে হাজির হয়েছে তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও সেখানে উপস্থিত হয়েছেন। জানা গিয়েছে সিবিআই ওনাকেও তলব করেছে।
আরেকদিকে, তৃণমূলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে, নারদা কাণ্ডে ফিরহাদরা গ্রেফতার হলে মুকুল রায় আর শুভেন্দু মালিক এখনও অধরা কেন? তৃণমূলের তরফ থেকে সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও, শুধু মুকুল অথবা শুভেন্দুই নন, এখনও এই মামলায় অধরা সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো হেভিওয়েট তৃণমূল নেতারা।