‘ভীষণই খারাপ লাগে…’, বেফাঁস মন্তব্যের জন্য ট্রোলিং! টার্গেট হলে কষ্ট পান মমতা, জানালেন নিজেই

বাংলা হান্ট ডেস্ক : হালফিলের সময়ে ট্রোলিং (Trolling) যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। পান থেকে চুন খসলেই রে রে করে আসে নেটদুনিয়ার লোকজন। ট্রোলারদের কাছে ছাড় পাননা খোদ প্রধানমন্ত্রীও, সেখানে সাধারণ মানুষ তো নস্যি! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তার ব্যতিক্রম নন। আর এবার সেই সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়েই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বক্তব্য নিয়ে সমালোচনা কম হয়না। একাধিকবার বেফাঁস মন্তব্যের কারণে ট্রোলিং-র মুখে পড়তে হয়েছে তাকে। তার আঁকা ছবি এবং লেখা কবিতা নিয়েও হাসি মস্করা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। মিমের বন্যা বইতে থাকে মিম পেজগুলিতে। আর এইদিন তিনি সেই প্রসঙ্গেই মুখ খুললেন রচনা ব্যানার্জির (Rachana Banerjee) ‘দিদি নাম্বার ওয়ান’র (Didi Number One) মঞ্চে।

ট্রোলিং প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তুমি হাজারটা ভালো কাজ করো, কেউ কিছু বলবে না। কিন্তু কোথাও যদি কখনও কিছু ভুল বলে ফেলি সবাই ওটা নিয়েই শুরু হয়ে যাবে। ছিঁড়ে ফেলবে একেবারে।’ এরপরেই নিজেদের সংস্কৃতির কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ভাষায় কথা বলা আমাদের সংস্কৃতি নয়।

আরও পড়ুন : ৭ মার্চ বড় যোগদান, মঙ্গলে ইস্তফা! শুভেন্দুর মন্তব্যে অভিজিৎ গাঙ্গুলির যোগ খুঁজছে বাংলা, জল্পনা তুঙ্গে

মুখ্যমন্ত্রীর কথায়, ‘সব জায়গায় ভালো মানুষ আছে। সবাই খারাপ হয় না। ভালো মন্দ মিশিয়ে তো সব। ভালোটা নিতে হবে। মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকব। কিন্তু মানুষ আজকাল যে ভাষায় কুৎসা করে সেটা আমাদের সংস্কৃতি নয়। এতে আমাদের সংস্কৃতিকে আঘাত করা হয়। আমরা বাকিদের থেকে তাঁদের ভালোটা নেব। কিন্তু নিজেদের যে সংস্কৃতি আছে সেটা নষ্ট করব না।’

আরও পড়ুন : ১৫০ বছরের পুরনো, রয়েছে মুঘল যোগ! দিল্লিতে ভেঙে ফেলা হচ্ছে প্রাচীন মসজিদ

mamata banerjee in didi number one 1264x720

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন ‘দিদি নম্বর ওয়ান’র বিশেষ পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। উল্লেখ্য, দিদি নম্বর ওয়ান এর এই বিশেষ পর্ব থেকেই শুরু হয় রচনা ব্যানার্জির তৃণমূল যোগ দেওয়ার জল্পনা। মিডিয়া সূত্রে খবর, আসন্ন নির্বাচনে জোড়াফুলের হয়ে রাজনীতির মঞ্চে নামতে পারেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। যদিও এখনও পর্যন্ত কোনোকিছুই চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর