বাংলাহান্ট ডেস্ক : এক বছরের মধ্যে লক্ষাধিক পদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে আজ মুখ্যমন্ত্রী জানান এক বছরের মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার, অধ্যাপক, স্বাস্থ্যকর্মী—একাধিক ক্ষেত্র মিলিয়ে নিয়োগ করা হবে ১ লক্ষ ২৫ হাজার পদে। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন সারা রাজ্য তোলপাড়, সেই সময় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
একদিকে, রাজ্যজুড়ে বাড়ছে বেকারের সংখ্যা। পাশাপাশি চাকরি খুইয়েছেন বহু মানুষ। সব মিলিয়েই রাজ্যের চাকরির বাজারে মন্দা দেখা দিয়েছে। অপরদিকে সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে এত বড় সংখ্যার পদে নিয়োগের কথা ঘোষণায় ওয়াকিবহাল মহল রাজনীতির গন্ধ পাচ্ছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী বিভিন্ন পদে নিয়োগের ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকে নিয়োগ হবে ১১ হাজার শিক্ষক। উচ্চপ্রাথমিকে সেই সংখ্যাটা ১৪ হাজার ৫০০। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করবে রাজ্য। পুলিশবাহিনীতে ২০ হাজার নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে।কলেজ বিশ্ববিদ্যালয়ে ২২০০ জন অধ্যাপক, রাজ্য সরকারি গ্রুপ ডি পদে ১২ হাজার নিয়োগ করবে রাজ্য।
এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানান, গ্রুপ সিতে ৩ হাজার, স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। ৭ হাজার নার্স নিয়োগ করা হবে। ২ হাজার কমিউনিটি হেলথ ওয়ার্কার ও ৭ হাজার আশা কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।সমাজকল্যাণ দফতরে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ৯৪৯৩ জনকে কাজ দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩৯২৬ জনকে নিয়োগ করা হবে।
এছাড়াও ১৭ হাজার বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সাথে মুখ্যমন্ত্রী আজ নবান্নে বলেছেন, “কেউ যেন বাধা না দেয় এই নিয়োগ নিয়ে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। শুধু চাকরি খাওয়া হয়।” রাজনৈতিক মহলের বক্তব্য, মামলা করে যাতে চাকরি প্রার্থীদের বঞ্চিত না করা হয় সেই কথাই মুখ্যমন্ত্রী আজ তার বক্তব্যে তুলে ধরেছেন।