রাজ্যের মুকুটে নয়া পালক! সংস্কৃতির সেরা ‘পীঠস্থান’ বাংলা, বার্লিনে গিয়ে পুরস্কার নেবেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি প্রদান করে UNESCO। কয়েকদিন যেতে না যেতেই বাংলার মুকুটে ফের একবার জুড়তে চললো নয়া পালক। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে সংস্কৃতির সেরা ‘পীঠস্থান’ হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাকে। আগামী ২০২৩ সালে বার্লিনে ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার এওয়ার্ড’ দেওয়া হতে চলেছে বাংলাকে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কয়েকদিন পূর্বেই দুর্গাপূজাকে হেরিটেজ স্বীকৃতি প্রদান করা হয়। আর তার কয়েকদিন কাটতে না কাটতেই রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এল সুখবর। গোটা বিশ্বের মধ্যে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাকে। ২০২৩ সালে ২৩ শে মার্চ একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে রাজ্যকে, যেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী নিজেই এই সুখবরটি দেন সকলকে।

পরেশনাথ জৈন মন্দিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানান, “গোটা দেশের জন্য এই উপহার। World Tourism Organisation-এর পক্ষ থেকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে আমাদের বাংলাকে বাছা হয়েছে। এই রাজ্যের পর্যটন সকলের মুখে মুখে। তাই আপনাদের সবার জন্য রইল এই উপহার।”

পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে লেখেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করতে চলেছি যে, রাষ্ট্র সংঘের একটি সংস্থা Pacific Area Travel Writers Associatio সংস্কৃতির পীঠস্থান হিসেবে বাংলাকে আন্তর্জাতিক ভ্রমন পুরস্কার প্রদান করতে চলেছে।”

অতীতেও কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক বিষয় দ্বারা বিশ্বের দরবারে ভূষিত হয় বাংলা। সম্প্রতি, UNESCO-র পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দেওয়া হয়। এর মাঝেই সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে বাংলাকে পুরস্কার প্রদান এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ ইতিমধ্যে বাংলার মুকুটে নয়া পালক জুড়লো বলেই মত সকলের।

Sayan Das

সম্পর্কিত খবর