বাংলা হান্ট ডেস্ক : শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ভোট পর্ব যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। শাসকদল, বিরোধী সকলেই নিজ নিজ ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। এসবের মাঝেই ইন্ডিয়া জোট (INDIA Alliance) নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোজাসাপ্টা ভাষায় আক্রমণ শানালেন সিপিএমের দিকে।
এইদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘সিপিএম জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে। অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই।’ গত সোমবার রাম মন্দির উদ্বোধনের আবহে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি নিশানা করেন বাম সংগঠনগুলিকে। একই সাথে তোপ দাগেন আসন রফা নিয়েও।
তৃণমূল সভানেত্রীর কথায়, ‘বাংলায় ইন্ডিয়া জোটের মিটিং করছে। এই নাম আমরা দিলাম। যেখানে যাই সেখানে দেখি, সিপিএম মিটিং কন্ট্রোল করে। যে দলের সঙ্গে ৩৪ বছরের লড়াই তাদের কথা শুনব?’ মমতা ব্যানার্জি আরও বলেন, আসন নিয়েও নাকি তার দাবি মানা হয়নি। তিনি নাকি ৩০০ আসন নিয়ে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন। এবং তারপর বাকিদের সাহায্য করার কথা বলেছিলেন। তবে এসব কোনোকিছুই নাকি শোনা হয়নি।
আরও পড়ুন : ‘এই সুর্পনখা ক্ষমতায় থাকলে…’, বাংলার ভয়াবহ ভবিষ্যৎ আশঙ্কা করে মমতাকে তোপ শুভেন্দুর
আক্ষেপের সুরে তিনি বলেন, ‘তবু চেষ্টা করি ইন্ডিয়া মিটিংয়ে যেতে। অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই।’ লোকসভা নির্বাচনের ঠিক আগমুহূর্তে তৃণমূল নেত্রীর এইসব মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলি। বিশেষ করে জোটের অন্যতম পুরোধা কংগ্রেস যখন তৃণমূলের সাথে আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কেন বললেন তা নিয়ে বেশ জলঘোলা হচ্ছে জাতীয় রাজনীতিতে।