বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে রাজ্যপাল ইস্যুতে উত্তপ্ত বাংলা। সম্প্রতি বঙ্গ রাজ্যপাল (Governor C V Ananda Bose) সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানি, কুপ্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী স্টাফ। যেই ঘটনার জল গড়িয়েছে বহুদূর। এবার সেই ইস্যুতেই বোসকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শনিবার হুগলির সপ্তগ্রামে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করে মুখ্যমন্ত্রী। সেই নির্বাচনী জনসভা থেকেই মমতা বলেন, ‘মাননীয় রাজ্যপাল আমার কী দোষ আপনিই বলুন। পুরো ঘটনাটাই তো আমি জানি না। আর বলছেন দিদিগিরি নেহি চ্যালেগা। এই রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আপনি কে? মহিলাদের অত্যাচার করেন।’
আনন্দ বোসকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, ‘পুরোটা দেখায় নি। কালকে প্রেসকে ডেকে একটা এডিট করা ভিডিও দেখিয়েছে। ওই কপিটা আমার কাছেও আছে। কোনও একটা প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনও তো সব সামনে আসেনি। আরেকটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইডে আছে। বহু কুকীর্তি ও কেলেঙ্কারি রয়েছে। কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি।’
এরপরই নিজের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাবা রে বাবা। আমাকে এখন আর রাজভবনে ডাকলে আমি যাব না। আমাকে ডাকলে রাস্তায় গিয়ে কথা বলব, দেখা করে আসবো। যা কীর্তি-লেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ।’ উল্লেখ্য, সম্প্রতি রাজ্যপাল বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী স্টাফ। গত বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার সঙ্গে কবে কী হয়েছে, সেই বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছেন তিনি। এরপরই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে।
রাজভবনের ওই মহিলা কর্মীর অভিযোগ, তার দুবার শ্লীলতাহানি করেন রাজ্যপাল সিভি বোস। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে নামে কলকাতা পুলিশ। যদিও আগেই রাজভবন তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার পুলিশের নেই। শুধু তাই নয়, সংবিধানের প্রসঙ্গ তুলে রাজভবনের কর্মীদের এই ঘটনা প্রসঙ্গে কোথাও বিবৃতি দেওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছেন খোদ রাজ্যপাল।
আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় মাথা ঘুরে যাওয়া মোড়! এবার যা চাইল ED, মহাফাঁপরে রাজ্য
বিতর্ক বাড়তে বৃহস্পতিবার ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এনেছে রাজভবন। যদিও তাতে রাজভবনের কক্ষের কোনও ফুটেজ নেই। যা নিয়ে আরও জোরদার বিতর্কে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এরই মাঝে রাজভবনের আরও বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে। যাতে স্পষ্ট দেখা যাচ্ছে অভিযোগকারীণী ওই মহিলা রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। কলকাতা পুলিশের রিপোর্টে রিপোর্টে দাবি করা হচ্ছে, সেদিন ওই মহিলা পুলিশের কাছে যাওয়ার আগে এক সচিবের ঘরে গিয়েছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় রাজভবনের তিন জনকে তলব করেছে পুলিশ।